ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৪৬। করোনার প্রকোপ এবার দেখা গেল মহারাষ্ট্রের পুনেতে। সেখানে আরও দু জন আক্রান্ত হল মারণ ভাইরাসে। এক দম্পতির শরীরে পাওয়া গেল এই মারণ ভাইরাস। সোমবার মাঝরাতে টেস্টের পজিটিভ রিপোর্ট আসে পুনের দুই ব্যক্তির। তাঁদের পুনের নাইডু হাসপাতালে কোয়ারেনটাইনে রাখা হয়েছে। জানা গিয়েছে, আক্রান্ত দুজনের দুবাই সফরের রেকর্ড রয়েছে।
কেরালা, দিল্লী, উত্তরপ্রদেশে ও তেলেঙ্গানার পর সোমবার করোনা হানা দেয় কর্নাটক, পাঞ্জাব ও জম্মু-কাশ্মীরে। এ দিকে, কেরালা, দিল্লী ও উত্তরপ্রদেশে ফের একজন করে আক্রান্ত হয়েছেন।
সূত্রের খবর, স্ক্রিনিংয়ের জন্য বর্তমানে দেশের বিভিন্ন বিমানবন্দরে ২৮৬ জন ডাক্তার, ১৬০ জন নার্স ও ২৯৫ জন প্যারামেডিকস উপস্থিত রয়েছেন। জানা গেছে, ৮,৮২৭ বিমানের ৯,৪১,৭১৭ জন আন্তর্জাতিক যাত্রীর স্ক্রিনিং করা হয়েছে। এঁদের মধ্যে ৫৪ জনকে ডাক্তারি আওতায় রাখা হয়েছে।