দোলের রাতে খাস কলকাতায় কুপিয়ে খুন করা হল এক যুবককে। শোভাবাজারের অবিনাশ কবিরাজ লেনের ঘটনায় শিউরে উঠছেন স্থানীয়রা। এই ঘটনায় নাম জড়িয়েছে এলাকারই দুই যুবকের। ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ঘটনার জেরে ধৃত ১। প্রমোদ সাউ নামে নিহত ওই যুবক শোভাবাজারের অবিনাশ কবিরাজ লেনের দীর্ঘদিনের বাসিন্দা।
দোলের রাতে মদ্যপান করে বাড়ির কাছে রাস্তায় বসেছিলেন প্রমোদ। অভিযোগ, সেই সময় শানু এবং সাল্টু নামে পাড়ারই দুই যুবক প্রমোদের কাছে আসে। দু’জনে কোনও বিষয়ে বচসায় জড়িয়ে পড়ে। হাতাহাতিও শুরু হয়ে যায়। প্রমোদের পরিবারের অভিযোগ, কথা কাটাকাটির সময় শানু এবং সাল্টু উত্তেজিত হয়ে প্রমোদকে বারবার ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে থাকে। সঙ্গে সঙ্গে রক্তপাত হতে থাকে প্রমোদের। মাটিতে লুটিয়ে পড়েন তিনি। চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় ওই যুবকের। স্থানীয়দের দাবি, শানু এবং সাল্টু দু’জনেই বেআইনি পার্কিং করে টাকা রোজগার করে। এছাড়াও বিভিন্ন অসামাজিক কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকত তারা। এলাকায় ওই দুই যুবক ‘দাদাগিরি’ দেখাত বলেও অভিযোগ অনেকের। খুনের ঘটনার খবর পাওয়ামাত্রই বড়তলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। প্রমোদের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।