বিশ্বের অন্যান্য দেশের মত ভারতেও খুব দ্রুত হারে ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। কর্নাটকে আজকেই ৪ জনের রক্তপরীক্ষায় করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার প্রমাণ মিলেছে। কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রী বি শ্রীরামুলু এ দিন বলেন, ‘কর্নাটকে চার জনের রক্তপরীক্ষায় করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার প্রমাণ মিলেছে। চার জনকেই নিয়ে যাওয়া হয়েছে আইসোলেশন ওয়ার্ডে।’
অন্যদিকে, কেরলেও এ দিন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ৬ জন। সব মিলিয়ে ভারতে ইতিমধ্যেই করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫৬। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছেন, এ দিন তাঁর রাজ্যেও নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার আরও ৬ জনের রক্তপরীক্ষায় এই ভাইরাসে আক্রান্ত হওয়ার প্রমাণ পাওয়া গিয়েছে। তাঁদের নিয়ে যাওয়া হয়েছে আইসোলেশন ওয়ার্ডে। এই নিয়ে কেরলে মোট ১২ জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেল। এমনকি রাজ্যে সিনেমা হল বন্ধের নির্দেশও জারি করেছে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।
এছাড়া, গতকাল রাতে পুণের দুই বাসিন্দার রক্তপরীক্ষায় করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার প্রমাণ মেলে। দু’জনই দিনকয়েক আগে দুবাই থেকে ফিরে এসেছিলেন পুণেতে। এর ফলে, এই প্রথম মহারাষ্ট্র থেকেও করোনা ভাইরাসের সংক্রমণের খবর পাওয়া গেল। এছাড়াও করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে কোয়্যার্যান্টাইনে থাকা ম্যাঙ্গালুরুর এক বাসিন্দাকে আবার পরীক্ষা ও পর্যবেক্ষণের জন্য সরকারি হাসপাতালে ফিরিয়ে আনা হয়েছে।