২০১৮-১৯ সালে নির্বাচনী বন্ড থেকে বেজায় ফায়দা তুলেছিল কেন্দ্রের শাসক দল বিজেপি। এবার দেখা গেল, গত ১৫ বছরে অজ্ঞাত উৎস থেকে যে বিপুল টাকা চাঁদা তুলেছে দেশের প্রধান রাজনৈতিক দলগুলি, তার মধ্যেও একদম ওপরের দিকে রয়েছে পদ্ম শিবিরের নাম। উল্লেখ্য, অ্যাসোসিয়েশন অব ডেমোক্রাটিক রিফর্মস(এডিআর) জানিয়েছে, ২০০৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত তোলা ওই চাঁদার পরিমাণ ১১,২৩৪ কোটি টাকা। এডিআর যে তথ্য দিয়েছে তার মধ্যে বিজেপি ছাড়াও রয়েছে কংগ্রেস, সিপিআইএম, এনসিপি, বিএসপি-র মতো বেশ কয়েকটি দলের নাম। নির্বাচন কমিশনে ওইসব দলগুলির দেওয়া তথ্য অনুযায়ী পরিসংখ্যান প্রকাশ করেছে এডিআর।
প্রসঙ্গত, নির্বাচন কমিশনে দেওয়া তথ্য অনুযায়ী মায়াবতীর বসপা কুপন, ইলেকট্রারাল বন্ড বা অজ্ঞাত উৎস থেকে থেকে কোনও চাঁদা গ্রহণ করেনি। তবে অন্যান্য জাতীয় দলগুলি গত পনের বছরে নিয়েছে ১১,২৩৪.১২ কোটি টাকা। অজ্ঞাত উৎস থেকে বিজেপির নেওয়া চাঁদার পরিমাণ ১,৬১২.০৪ কোটি টাকা। কংগ্রেসের দেওয়া তথ্য অনুযায়ী অজ্ঞাত উৎস থেকে তাদের আয়ের পরিমাণ ৭২৮.৮৮ কোটি টাকা। ওই অর্থ তাদের মোট আয়ের ২৯ শতাংশ। কুপন বিক্রি করে কংগ্রেস ও এনসিপি ২০০৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত তুলেছে ৩,৯০২.৬৩ কোটি টাকা।