করোনার থাবায় ভারতে আক্রান্ত মোট ৪৬৷ সোমবার রাত থেকে মঙ্গলবার সকালের মধ্যে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হল আরও দুজনকে। তাঁদের মধ্যে একজন মালয়েশিয়া এবং একজন ইন্দোনেশিয়া ফেরত। তাঁদের পৃথক ওয়ার্ডে রাখা হয়েছে।
[ad id=’115351’+
সোমবার বেলেঘাটা আইডি–তে যে চারজনকে করোনা আক্রান্ত সন্দেহে ভর্তি করা হয়েছিল, তাঁদের মধ্যে তিনজনের সোয়াপ পরীক্ষার রিপোরটই নেগেটিভ বলে জানিয়েছে হাসপাতাল। তবে ৭৮ বছরের এক বৃদ্ধের নমুনা রিচেক হবে বলে জানানো হয়েছে হাসাওপাতালের তরফে।
প্রসঙ্গত, বেলেঘাটা আইডি–তে ভর্তি সৌদি আরব ফেরত মুর্শিদাবাদের যে যুবক ভর্তি আছেন, তিনি সোয়াইন ফ্লু–তে আক্রান্ত। তিনি শনিবার আইডি–তে মৃত মুর্শিদাবাদেরই যুবক জিনারুল হকের সঙ্গে একই হোটেলে কাজ করতেন।