টোকিয়ো অলিম্পিক্সের ছাড়পত্র পেলেন ভারতের দুই মহিলা বক্সার। পূজা রানি (৭৫ কেজি), ও লভলিনা বরগোহাঞি (৬৯ কেজি)। আন্তর্জাতিক নারী দিবসেই বক্সিং রিংয়ে ঝড় তুললেন ভারতের দুই মহিলা বক্সার। এঁদের সঙ্গেই আগ্রাসী মেজাজে লড়াই জিতে সেমিফাইনাল গেলেন পুরুষ বক্সার বিকাশ কৃষাণ (৬৯ কেজি), আশিস কুমার (৭৫ কেজি) এবং সতীশ কুমারও (৯১ কেজির বেশি)।
রবিবার আম্মানে পূজা রানি কোয়ার্টার ফাইনালে হারান তাইল্যান্ডের পর্ন্নিপা চুটিকে। লভলিনা হারান উজবেক-বক্সার মাফতুনাখন মেলিয়েভাকে। বিকাশ জেতেন জাপানের সিয়োনরেতস ওকাজাওয়ার বিরুদ্ধে। আশিস হারিয়েছেন ইন্দোনেশিয়ার মিখেল রবার্ড মুসকিতাকে। আর সতীশ ৫-০ জেতেন মঙ্গোলিয়ার দাইভি ওতগনবায়ারের বিরুদ্ধে। পাঁচ বক্সার জিতলেও কোয়ার্টার ফাইনালের গণ্ডি টপকাতে পারলেন না সতীশ কুমার (৮১ কেজি)।