গত সপ্তাহ জুড়েই একনাগাড়ে রাজ্যে মেঘ-বৃষ্টির খেলা চলেছে। ফলে দোলের দিন আবহাওয়া কেমন থাকবে, তা নিয়ে খুবই চিন্তায় ছিলেন রাজ্যবাসী। তবে আজ দোল এবং আগামিকাল মঙ্গলবার হোলি এই দু’দিনই এ রকম রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকবে বলেই আশ্বস্ত করেছে আলিপুর আবহাওয়া দফতর।
দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও উত্তরবঙ্গের জেলাগুলোতে ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে, জানিয়েছে আলিপুর।
হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে আচমকা আবহাওয়ার পরিবর্তন হয়ে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী এক-দু’দিন তাপমাত্রাও খুব একটা বাড়বে না। তবে তারপর ধীরে ধীরে পারদ চড়তে শুরু করবে।
যে বিপরীত ঘূর্ণাবর্তের জেরে রাজ্যে কয়েক দিন ধরে বৃষ্টি চলছিল, তা আপাতত কেটে গিয়েছে বলে জানিয়েছে আলিপুর। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি কম। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম।