করোনা আতঙ্কে জেরবার গোটা বিশ্ব। ভারতেও একের পর এক মানুষ আক্রান্ত হয়েছেন এই করোনায়। কিন্তু তাঁর থেকেও ভয়ঙ্কর হল মোদী ভাইরাস৷ করোনা ভাইরাসের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এমনই আক্রমন করলেন তৃণমূল নেতা অনুব্রত মন্ডল৷ তিনি বলেন, ‘ইয়েস ব্যাঙ্ক শেষ হয়ে গেল, অর্থনীতি শেষ হয়ে যাচ্ছে, এর থেকে আর বড় ভাইরাস কী আছে। চেষ্টা করা হচ্ছে, এই ভাইরাসকে কীভাবে নষ্ট করা হবে! তার জন্য বাংলায় ওষুধ আবিষ্কারের গবেষনা চলছে৷’
এর আগে বিধানসভা ভোট এগিয়ে আসার ইঙ্গিত দিয়েছেন বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মন্ডল। ভোটের প্রস্তুতি নিতে দলের কর্মীদের নির্দেশ দিয়েছেন তিনি। গুসকরা শহরে আউশগ্রাম বিধানসভা এলাকার দলীয় কর্মীদের নিয়ে কর্মী সম্মেলন করেন অনুব্রত মণ্ডল। সেই সম্মেলনে ২৬৯টি বুথের দলীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কোন বুথের, কেমন অবস্থা তা জানতে চান।
জানা গেছে, যে সমস্ত বুথে দল পিছিয়ে রয়েছে, সেই বুথে কী পরিকল্পনা, ব্যবস্থা নেওয়া হয়েছে, তাও জানতে চান। সিএএ প্রসঙ্গে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে অনুব্রত বলেন, সারা ভারতের মধ্যে প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘আমি এনআরসি মানব না’। এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে অন্যান্য রাজ্যগুলিও এগিয়ে এসেছে।