জমি নিয়ে চলেছে বিস্তর বেনিয়ম। আর সেই অভিযোগেই এবার বলিউডের একসময়ের তারকা অভিনেতা ধর্মেন্দ্রর রেস্তোরাঁ বন্ধ করে দিল প্রশাসন। হরিয়ানার কারনালে ৪৪ নম্বর জাতীয় সড়কের ধারে থিম রেস্তরাঁ খুলেছিলেন বলিউডের ‘হি-ম্যান’। কিন্তু সেই রেস্তোরাঁ তৈরি করতে গিয়ে বেশকিছু আইন ভেঙেছেন তিনি। আর সেই বেনিয়মের অভিযোগ তুলেই রেস্তোরাঁটি বন্ধ করে দেওয়া হয়। অভিযোগ, এর আগে কারনাল পুরসভার তরফ থেকে একাধিকবার নোটিস পাঠিয়েও কোনো লাভ হয়নি।
প্রসঙ্গত, চলতি বছরের ভ্যালেনটাইন’স ডে-র দিন রেস্তোরাঁটির উদ্বোধন করেন ধর্মেন্দ্র। সে সময় তিনি জানিয়েছিলেন, আমার আগের রেস্তোরাঁ গরম ধরম ধাবা যথেষ্ট সাফল্য পেয়েছে। সেই সাফল্য থেকে অনুপ্রাণিত হয়ে ‘ফার্ম টু ফর্ক’ থিমের রেস্তোরাঁ উদ্বোধন করছি। কিন্তু মাত্র ২০ দিনের মাথায় সেই রেস্তোরাঁ বন্ধ করে দেওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে।
কারনাল মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের অভিযোগ, জমির কাগজপত্রে গলদ রয়েছে। জমির ব্যবহার পরিবর্তনের নথিও নেই অভিনেতার কাছে। এমনকি বেআইনি নির্মাণ করা হয়েছে। কারনালের ডেপুটি কমিশনার নিশান্ত যাদব বলেন, রেস্তোরাঁর মালিককে এর আগে একাধিকবার নোটিস পাঠানো হয়েছিল। কিন্তু তাঁরা কোনও জবাব দেয়নি। আর তাই রেস্তোরাঁটি বন্ধ করে দেওয়া হল। রেস্তোরাঁটির পরিচালনার দায়িত্বে রয়েছে দিল্লীর ব্যবসায়ী প্রমোদ কুমার। এই ঘটনায় তাঁদের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।