আজ ৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবস। আর সেই উপলক্ষ্যেই কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে মায়েদের জন্য নতুন ব্যবস্থার বন্দোবস্ত করল কর্তৃপক্ষ। সেখানে মায়েরা যাতে শিশুদের দুধ খাওয়াতে পারেন, সেই ব্যবস্থাই করা হল এবার। আগামী ১৩ মার্চ থেকে এই দর্শনীয় স্থানে কোনও শিশুকে নিয়ে মায়েরা পৌঁছে আর বিড়ম্বনায় পড়বেন না। শিশুকে দুগ্ধপান করানোর জন্য একটি ঘরের ব্যবস্থা করা হয়েছে সেখানে। ঘরটি ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের প্রবেশদ্বার সংলগ্ন। সেখানে বাচ্চাদের দুধ খাওয়ানোর সময় পাশাপাশি সেখানে বিশ্রামও নিতে পারবেন তাঁরা, এমনই জানিয়েছে ভিক্টোরিয়া কর্তৃপক্ষ।
এই হলের অধ্যক্ষ জয়ন্ত সেনগুপ্ত বলছেন, ‘বারবারই আমরা চেষ্টা করছি কী করে সাধারণের জন্য এই জায়গাকে আরও সুন্দর ও উপযোগী করে তোলা যেতে পারে। কিছুদিন আগেই আমরা এই সৌধের বেশ কিছু জায়গা সংস্কার করেছি। কিছু ফটো গ্যালারি থেকে নামিয়ে দিয়েছি। ফলে কিছুটা জায়গাও খালি হয়েছিল সেই ঘরে। সেখানেই মায়েদের জন্য এই ব্যবস্থা আমরা করতে পেরেছি। একটি সোফাও রাখতে পেরেছি, মহিলারা সেখানে বিশ্রাম নিতে পারবেন প্রয়োজনে।’ মনে করা হচ্ছে, এরফলে শহরের এই দর্শনীয় স্থানে আগের তুলনায় দর্শক সমাগম আরও বৃদ্ধি পাবে।