গত বছর লোকসভা নির্বাচনের সময়ই সংগঠনের বেহালা দশাটা বেরিয়ে পড়েছিল সিপিএমের। ২৩ মে সপ্তদশ লোকসভা নির্বাচনের ফল প্রকাশ হতেই দেখা গিয়েছিল, একদা টানা ৩৪ বছর ক্ষমতায় থাকা এ রাজ্যে ৪২ টি আসনের একটিতেও জেতা তো দূরের কথা, দ্বিতীয় স্থানও পায়নি তারা। এমনকি তাদের প্রাপ্ত ভোটের হারও ২৯ শতাংশ থেকে কমে মাত্র ৭ শতাংশ হয়ে গিয়েছে। এবার পুরসভা নির্বাচনের আগেই ফের চিড় ধরল বাম শিবিরে। কলকাতা পুরসভার ৪১ নম্বর ওয়ার্ডের সিপিএম শরিক বিপ্লবী বাংলা কংগ্রেসের বর্তমান কাউন্সিলর রিতা চৌধুরী আজ যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে। আজ কলকাতার পুরসভা অধিবেশনের পরে মেয়র ফিরহাদ হাকিমের কক্ষে গিয়ে তৃণমূলে যোগ দেন তিনি।
প্রসঙ্গত, গত ১০ বছর ধরে ৪১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন রিতা চৌধুরী। অবশেষে এদিন মেয়রের ফিরহাদ হাকিম ও সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলের পতাকা হাতে নেওয়ার পর রিতা দেবী বলেন, তিনি মানুষের জন্য কাজ করতে চান মানুষের হয়ে কাজ করতে চান। এই কাজ করার তাগিদে তিনি সিপিএম ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগ দিলেন। রিতা দেবীর অভিযোগ, তিনি তার দলে যোগ্য সম্মান পাচ্ছিলেন না। এবার তৃণমূলে যোগ দেওয়ার ফলে তিনি মানুষের হয়ে কাজ করতে পারবেন বলেই এদিন আশা প্রকাশ করেন তিনি।