এ যেন মগের মুলুক! আপনি কটা সন্তান নেবেন, তাও ঠিক করে দেবে বিজেপি সরকার! তাদের ঠিক করে দেওয়া সীমার অধিক সন্তান থাকলেই মিলবে না সরকারি চাকরি! হ্যাঁ, ঠিকই শুনছেন। ‘হাম দো, হামারে দো’- পুরনো এই পরিবার পরিকল্পনা স্লোগানকেই সামনে রেখেই এবার দুই সন্তান নীতি লাগু করার সিদ্ধান্ত নিল উত্তরপ্রদেশের যোগী সরকার। এই নীতি যদি কেউ অমান্য করেন সেক্ষেত্রে সমস্ত সরকারি কোনও সুবিধা থেকে বঞ্চিত করা হবে পরিবারকে।
সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে উত্তরপ্রদেশের স্বাস্থ্যমন্ত্রী জয়প্রতাপ সিং জানান, ‘বর্তমানে উত্তরপ্রদেশের জনসংখ্যা ২০ কোটি ছাড়িয়ে গিয়েছে। যা রীতিমতো উদ্বেগজনক। শেষ বিধানসভা অধিবেশনে এই ইস্যু নিয়ে সরব হয়েছিলেন রাজ্যের একাধিক বিধায়ক। দেশের প্রধানমন্ত্রীও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ২০১৯ সালে স্বাধীনতা দিবসের ভাষণে।’
এরপরই স্বাস্থ্যমন্ত্রীর দাবি, ‘বিষয়টি নিয়ে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার বিষয়ে চিন্তাভাবনা শুরু করেছি আমরা। এই নীতি যদি কেউ অমান্য করেন সেক্ষেত্রে সমস্ত রকম সরকারি সুবিধা থেকে ওই পরিবারকে বঞ্চিত করার বিষয়ে ভাবনা চিন্তা শুরু হয়েছে। পাশাপাশি, যে পরিবারে দুইয়ের অধিক সন্তান রয়েছে সেই পরিবারের কাউকে পঞ্চায়েত নির্বাচনে লড়তে দেওয়া হবে না।’
ইতিমধ্যেই উত্তরপ্রদেশ সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতায় সরব হয়েছে কংগ্রেস। যোগীর স্বাস্থ্যমন্ত্রীর দাবির পর সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে উত্তরপ্রদেশ কংগ্রেসের মুখপাত্র অশোক সিং বলেন, ‘সরকার উন্নয়ন ও দেশের কৃষকের আত্মহত্যা রোখার বিষয়ে মুখফুটে কিছু বলে না। সর্বদা সবকিছু থেকে চোখ ঘোরাতে মরিয়া। ৩ বছর হতে চলল যোগী সরকারের অথচ এখনও কোনও কাজ করতে পারলেন না তিনি।’
উল্লেখ্য, এর আগে বিজেপি শাসিত আসামেও এই দুই সন্তান নীতি চালুর কথা ঘোষণা করা হয়েছিল। গত বছরই আসাম মন্ত্রীপরিষদের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয় যে, একটি পরিবারে ২ জনের বেশি সন্তান থাকলে আর সরকারি চাকরি পাবেন না সেই পরিবারের কেউ। খোদ আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনেয়াল জানান, ২০২১ সালের ১ জানুয়ারি থেকে দুই জনের বেশি বাচ্চা রয়েছে এমন পরিবারগুলি আর সরকারি চাকরি পাবে না।