গত বুধবার বুনিয়াদপুরে বুথ ভিত্তিক কর্মীসভায় এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে হেলিপ্যাড থেকে মঞ্চের দিকে যাওয়ার সময় তাঁকে গান গেয়ে স্বাগত জানিয়েছিলেন আদিবাসী ঝুমুর নাট্যদলের সদস্যরা। সেই সময় উৎসাহী মুখ্যমন্ত্রী ওই লোকশিল্পীদের হারমোনিয়াম নিয়ে সুর তোলার চেষ্টা করলেও বহু বছরের পুরোনো এবং রিড ভাঙা থাকায় তাতে সামান্য ব্যাঘাত ঘটে। কর্মীসভায় বক্তব্যের মাঝে ওই বিষয়টি তুলে ধরেন মুখ্যমন্ত্রী। পরে ওই শিল্পীদের একটি নতুন হারমোনিয়াম কিনে দিতেও বলেন মমতা। এবার মুখ্যমন্ত্রীর নির্দেশের মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই সেই আদিবাসী লোকশিল্পীদের হাতে হারমোনিয়াম তুলে দিলেন দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক নিখিল নির্মল।
গতকাল কুশমন্ডি ব্লকের চণ্ডীপুর আদিবাসী ঝুমুর নাট্যদল ও চণ্ডীপুর মাঝিগাঁও ঝুমুর নাট্যদলকে দেওয়া হয় নতুন হারমোনিয়াম। মুখ্যমন্ত্রী যে শিল্পীর হারমোনিয়াম বাজিয়েছিলেন, নয়া হারমোনিয়াম পেয়ে সেই রেসকা হেমব্রম বলেন, ‘এটা বাজিয়ে দিদির জয়গান করব।’ জেলাশাসক নিখিল নির্মল বলেন, ‘আমাদের জেলায় দু’দিন আগে মুখ্যমন্ত্রী সভা করতে এসেছিলেন। ওই সময় এক লোকশিল্পীর হাতে হারমোনিয়াম ছিল। মুখ্যমন্ত্রী নিজে তা বাজানোর সময় বুঝতে পারেন ওই হারমোনিয়ামের আওয়াজ একটু খারাপ আছে। তাঁর নির্দেশ অনুসারে ওইদিন উপস্থিত দুটি দলকে ২টি হারমোনিয়াম দেওয়া হল।’