বারাসাতে ফের প্রকাশ্যে বিজেপির গোষ্ঠী-কোন্দল। দলে কোন গুরুত্ব নেই, কোনও দলীয় কর্মসূচীতে ডাকাও হয় না। বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়ের কাছে এমনই নালিশ জানালেন বিজেপিতে যোগ দেওয়া ব্যারাকপুর মহকুমার ২ কাউন্সিলর। এই কথা শুনে একটু অপ্রস্তুত হয়ে পড়েন কৈলাস। তিনি বলেন, লিখিতভাবে জানাতে। কিন্তু বিজেপির অন্দরে যে কোন্দল চলে প্রায়শই তার আঁচ পাওয়া যায়।
ওই ব্যারাকপুর মহকুমার ২ কাউন্সিলর জানান, এর আগে দলের অভ্যন্তরে এই বিষয়ে জানালেও, কেউ কোনও পদক্ষেপি নেননি। আর তাছাড়া অন্য দল থেকে আসা সকল কর্মীরই এই একই অভিজ্ঞতা। বিজেপি কাউকেই যোগ্য সম্মান দিতে পারে না। এমন হলে দল ত্যাগের ভাবনা ভাবা হবে। শুধু তাই নয়, পুরসভার প্রার্থী নিয়েও কোন্দল চরমে।