গর্ভ ভাড়া দিয়ে প্রতারণার অভিযোগ উঠল কলকাতায়। শুধু প্রতারণাই নয়, ছ’মাসের মাথায় গর্ভস্থ ভ্রূণকে হত্যাও করা হয়। এই ঘটনায় ওই তরুণী ও তাঁর প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ।
সন্তানের জন্য এক ফার্টিলিটি ক্লিনিকে গিয়েছিলেন এক দম্পতি। সেখানেই সারোগেসির মাধ্যমে সন্তান ধারণের কথা বলা হয় তাঁদের। রাজি হয়ে গেলে সেইমতো মথুরাপুরের এক তরুণীর সঙ্গে পরিচয় হয় তাঁদের। গর্ভ ভাড়া বাবদ তাঁকে ১২ লক্ষ টাকা দেওয়া হয়। গর্ভধারণও করেন ওই তরুণী। এরপর প্রথম ছ’মাস নিয়মিত ওই দম্পতির সঙ্গে যোগাযোগ ছিল তরুণীর। কিন্তু ছ’মাস পরে যোগাযোগ বন্ধ হয়ে যায়। তারপরেই পুলিশের দ্বারস্থ হন ওই দম্পতি।
পুলিশ সূত্রে খবর, কয়েক দিন তল্লাশি চালানো পরে গত ২৫ ফেব্রুয়ারি ধরা পড়েন ওই তরুণী। তখন তিনি জানান অসাবধানতায় গর্ভপাত হয়ে গিয়েছে তাঁর। তাই ভয়ে ওই দম্পতির সঙ্গে যোগাযোগ রাখছিলেন না। কিন্তু তরুণীর কথায় অসঙ্গতি দেখেন পুলিশ আধিকারিকরা। তখন বেরোয় কেঁচো খুড়তে কেউটে।
তরুণীর এক প্রেমিকের খবর পাওয়া যায়। তাঁকেও থানায় নিয়ে এসে জেরা করা হয়। তারপরেই পুরো ব্যাপারটা বোঝা যায়। জেরায় ওই যুবক জানান, তরুণী তাঁর কাছে এসে বলেছিলেন, দাম্পত্য জীবনে অশান্তি চলছে। এই অবস্থায় সন্তান চান না তিনি। ডায়মন্ডহারবারের একটি নার্সিংহোমে যোগাযোগ করে গর্ভপাত করানো হয়।
বেআইনিভাবে গর্ভপাত করানোর অভিযোগে তাঁদের নার্সিংহোম দুটিকেও সিল করে দেওয়া হয়েছে। তাঁদের লাইসেন্সও কেড়ে নেওয়া হতে পারে। অন্যদিকে তরুণী ও তাঁর প্রেমিকের বিরুদ্ধে ছ’মাসের পরে ভ্রূণহত্যা ও আর্থিক প্রতারণার জোড়া অভিযোগ দায়ের করা হয়েছে।