বৃহস্পতিবার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বি টি রোড ক্যাম্পাসে আয়োজন করা হয়েছিল বসন্ত উৎসবের। সেখানেই কিছু তরুণ-তরুণী আবির দিয়ে নিজেদের বুকে ও পিঠে বেশ কিছু অশ্লীল শব্দ লিখেছিল। এমনকি রবীন্দ্রসঙ্গীতের শব্দ বিকৃত করেও লেখা হয়। সেই ঘটনা সোশ্যাল মিডিয়ায় দ্রুততার সঙ্গে ছড়িয়ে পরে৷ তাই নিয়েই সৃষ্টি হয় বিতর্ক। অভিযুক্ত চার তরুণী বিশ্বভারতীয় ছাত্রী নয়। তাদের কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে। আজ ক্ষমা প্রার্থনা করতে তারা ক্যাম্পাসে এসেছিলেন।
ঐতিহ্যমণ্ডিত অনুষ্ঠানকে কেন্দ্র করেই উঠেছে এই বিতর্কের ঝড়। কারণ, ভাইরাল হওয়া ওই ছবিতে দেখা গিয়েছে বেশ কয়েকজন তরুণ-তরুণীর পিঠে, বুকে লেখা রয়েছে গালিগালাজ। এমনকি, ভিডিওয় দেখা গিয়েছে অশ্লীল রবীন্দ্রসংগীতের তালে তালে নাচছে অনেকেই।
এরপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং ছাত্র সংসদের সদস্যরা সিঁথি থানায় অভিযোগ দায়ের করেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, ভাইরাল হওয়া ওই ছবিতে যাদের দেখা গিয়েছে তারা বহিরাগত। হুগলি, চন্দননগর, চুঁচুড়ার বিভিন্ন কলেজ থেকে বসন্তোৎসবে যোগ দিতে এসেছিল তারা। সূত্রের খবর অনুয়ায়ী ৫ অভিযুক্ত ক্ষমা প্রার্থনা করতে আজ ক্যাম্পাসে এসেছিলেন।