গোটা বিশ্ব জুড়েই এখন আতঙ্কের নাম নোভেল করোনা। বশই মানছে না এই মারণ ভাইরাস। হুহু করে ছড়াচ্ছে এক দেশ থেকে আরেক দেশে। ভারতেও ভাইরাস আতঙ্ক তুঙ্গে। ইতিমধ্যেই দিল্লী, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, লখনউ, জয়পুরে থাবা বসিয়েছে করোনা। ভারতের গণ্ডি পেরিয়ে ভুটানেও এবার পাড়ি দিল এই মারণ ভাইরাস। সূত্রের খবর, ভারত থেকে ভুটানে যাওয়া এক ব্যক্তির মধ্যে করোনার সংক্রমণ ধরা পড়েছে। অন্যদিকে, ফুন্টশোলিংয়ে ভাইরাসের সংক্রমণ সন্দেহে দুই জার্মান পর্যটক-সহ মোট ছ’জনকে থিম্পু হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। পর্যটকদের জন্য ভুটানের দরজা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে সে দেশের সরকার। চূড়ান্ত সতর্কতা জারি হয়েছে সিকিমেও।
সরকারি সূত্রে খবর, গত ২ মার্চ ভারত থেকে ভুটানে গিয়েছিলেন ওই ব্যক্তি। বয়স ৭৬ বছর। জ্বর-সর্দি-কাশি নিয়ে গত ৫ মার্চ থিম্পু হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাতে গিয়েছিলেন তিনি। সেখানেই ধরা পড়ে ওই ব্যক্তি সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটারি সিন্ড্রোমে আক্রান্ত। তাঁর শরীরে সিওভিডি-১৯ পজিটিভ। ব্যক্তির নাম ও পরিচয় জানা যায়নি। সূত্রের খবর, ওয়াশিংটন থেকে ভারত হয়ে ভুটানে গিয়েছিলেন তিনি। ভারতে ছিলেন ২১ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত। হাসপাতাল সূত্রে খবর, দু’সপ্তাহের জন্য কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে ওই রোগীকে।
ভাইরাসের সংক্রমণের আতঙ্কে থিম্পুর কয়েকটি স্কুল আগামী দু’সপ্তাহের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। সংক্রমণের সন্দেহে স্ক্রিনিং চলছে অন্তত ৯০ জনের। গত কয়েকদিনের জন্য ভারত থেকে ভুটানে যাওয়া আটজনকে কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে। বিদেশি পর্যটকদের আপাতত ভুটানে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এদিকে বিদেশি পর্যটকদের প্রবেশ সাময়িকভাবে বন্ধ করছে মথুরার ইস্কন। আগ্রায় ছ’জন ভাইরাস সংক্রামিত কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইস্কন কর্তৃপক্ষ। অন্যদিকে, সিকিমেও জারি হয়েছে সতর্কতা।
এদিকে আশঙ্কার মেঘ ঘনিয়েছে কলকাতাতেও। করোনার সংক্রমণ সন্দেহে শুক্রবার সকালে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছে এক মহিলা-সহ তিনজনকে। সূত্রের খবর, ওই তিনজনকেই আইসোলেশন ওয়ার্ডে রেখে স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। তাঁদের রক্তের নমুনা পাঠানো হয়েছে পুণের ইনস্টিটিউট অব ভাইরোলজিতে। সেই রিপোর্ট হাতে আসার পরেই জানা যাবে তিনজনের শরীরে সিওভিডি-১৯ পজিটিভ কিনা। বেলেঘাটা আইডিতে এর আগেও উহান ফেরত কয়েকজনকে সংক্রমণ সন্দেহে ভর্তি করা হয়েছিল। সব মিলিয়ে এই মুহূর্তে বেলেঘাটার হাসপাতালে ভাইরাসের সংক্রমণ সন্দেহে ভর্তি আট জন।
পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যেই চিকিৎসকদের করোনা নিয়ে প্রশিক্ষণ দিতে দিল্লীতে বিশেষ কর্মসূচী নিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। শুক্রবার রাজধানীতে করোনা নিয়ে ওই প্রশিক্ষণ শিবিরে প্রতিটি রাজ্য থেকে পাঁচজনের প্রতিনিধিদলকে ডাকা হয়েছে। বাংলা থেকে ওই শিবিরে যোগ দিচ্ছেন এসএসকেএম, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ, বেলেঘাটা আইডি, স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন ও রাজ্য স্বাস্থ্য দফতরের নোডাল অফিসাররা। রাজ্যে ফিরে তাঁরা আবার প্রশিক্ষণ দেবেন অন্য চিকিৎসকদের।
শুক্রবার করোনাভাইরাস নিয়ে নবান্নে গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এদিন দুপুর তিনটের সময় নবান্নে হবে এই বৈঠক। জানা গেছে, বৈঠকে থাকবেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও অন্যান্য কর্তারা। মুখ্য সচিব এবং স্বাস্থ্য দফতরের আধিকারিকদেরও হাজির থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, বৈঠকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেবেন জেলাশাসকরাও। অনুমান করা হচ্ছে, এই বৈঠক থেকে একাধিক নির্দেশ দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।