ভুল দেখলে সাধারণ মানুষও যে পুলিশকে শাস্তি দিতে পারে, তা দেখিয়ে দিল যোগী রাজ্যের জনতা। এদিন লখিমপুর খেরি এলাকায় গাড়ির মধ্যেই আটকে থাকতে হল ৩ পুলিশকর্মীকে। অভিযোগ রাস্তা থেকে গাড়ি জোর করে নিয়ে, বেড়াতে বেরিয়ে ছিলেন ওই তিন পুলিশকর্মী। ছাড়বার পাত্র নন এসইউভির মালিকও। তিনি মোবাইল অ্যাপের মাধ্যমে গাড়ির ইঞ্জিন বন্ধ করে দেন। পাশাপাশি গাড়িটিকে লক করে দেন। এই অবস্থায় পুলিশ কর্মীরা আটকে পড়েন প্রায় ২ ঘন্টার জন্য।
এরপর উচ্চপদস্থ পুলিশকর্মীরা গাড়ির মালিককে পুলিশ কর্মীদের ছেড়ে দেওয়ার অনুরোধ করেন। সেখান থেকে আটক পুলিশকর্মীদের উদ্ধার করা হয়। সূত্রের খবর, পুলিশকর্মীদের উদ্ধারের পর সেই এসইউভিটিকে সিজ করে নিয়ে যাওয়া হয় গোমতীনগর পুলিস স্টেশন এলাকায়। এই থানাতেই অভিযুক্ত সেই ৩ পুলিশকর্মীর পোস্টিং। জানা গিয়েছে দুপক্ষের ঝামেলার জেরেই এই ঘটনা। পরে সমস্যার সমাধান হওয়ায় গাড়ির মালিক অখণ্ড সিংকে গাড়ি ফেরত নিতে বলা হয়। জানা গিয়েছে, অভিযোগ পাওয়ার পরেই তৎপর হয় লখনউ পুলিশ। অভিযুক্ত পুলিশকর্মীদের বদলি করে দেওয়ার পাশাপাশি ঘটনার তদন্তের আদেশও দেওয়া হয়েছে।
জানা গিয়েছে, বুধবার গাড়ি ফেরত নিতে গোমতীনগর পুলিশ স্টেশনে গিয়েছিলেন অখণ্ড সিং। তিনি গিয়ে দেখেন গাড়ি নেই। এই সময় তিনি অ্যাপের মাধ্যমে গাড়ির অবস্থানও পেয়ে যান। তিনি অবাক হয়ে যান, তাঁর গাড়িটি রাজধানী লখনউ থেকে ১৪৩ কিমি দূরে রয়েছে। সঙ্গে সঙ্গে অ্যাপের মাধ্যমে তিনি গাড়িটি লক করে দেন। ফলে পুলিশ কর্মীরা হাইওয়েতে গাড়ির ভেতরেই আটকে পড়েন।