ভরা বসন্তে বর্ষণ। বৃহস্পতিবারও সকাল থেকেই বঙ্গে বৃষ্টি। শুক্রবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাষ আগেই দিয়েছিল আবহাওয়া দপ্তর। সেই অনুযায়ীই, এদিন সকাল থেকেই আকাশ মেঘলা কলকাতা সহ দক্ষিণবঙ্গের কেয়কটি জেলায়। সকাল থেকেই শহর কলকাতায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি। চলবে আগামী দু’দিনও। এমনটাই ফের জানিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা তথা হাওড়া, হুগলিতেও সকাল থেকেই বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস, জানাল আবহাওয়া দফতর, উত্তরবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভবনা রয়েছে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, পুবালি হাওয়ার সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার সঙ্ঘাতের জেরে একটি বিপরীত ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। তার জেরেই আবহাওয়া এমন খামখেয়ালি। আজ বিকেলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দার্জিলিং-সহ উত্তরবঙ্গের পাঁচ জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টির পূর্বাভাস নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া ও পূর্ব বর্ধমানে। শনিবার পর্যন্ত এই পরিস্থিতি চলতে খাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তার পর আবহাওয়ার উন্নতি হতে পারে।
বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কলকাতায় বৃষ্টি হয়েছে ৮.৫ মিলিমিটার। তবে এই সময়ে আবহাওয়ার এই আচমকা পরিবর্তনে জ্বর, সর্দি-কাশির মতো উপসর্গ দেখা দিতে পারে। তার জন্য প্রয়োজনীয় সাবধানতা অবলম্বন করা প্রয়োজন বলে পরামর্শন দিচ্ছেন চিকিৎসকরা।