পুলিশ আইন রক্ষক। কিন্তু সেই পুলিশই যদি ঠিকমত আইন রক্ষা করতে না পারে, সামলাতে না পারে, তবে সেক্ষেত্রে গণতন্ত্রের পরাজয় নিশ্চিত। দিল্লী দাঙ্গার প্রেক্ষিতে রাজধানীর পুলিশকে আক্রমণ করে এহেন মন্তব্য কোনো বিজেপি বিরোধী রাজনৈতিক ব্যক্তিত্বের নয়। এই ব্যক্তি স্বয়ং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। পুলিশদের নিয়ে বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বললেন তিনি। যদিও বিরোধীদের দাবি, কেন্দ্রীয় সরকার ঘনিষ্ঠের এমন মন্তব্য বিজেপিকেই চাপে ফেলে দিয়েছে।
এদিন ডোভাল বলেন, ‘গণতন্ত্রে আইন তৈরি করা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং দায়িত্বশীল কাজ। পুলিশ সেই আইনকে রক্ষা করে। যদি পুলিশই সেই আইন সামলাতে ব্যর্থ হয়, তবে গণতন্ত্রও ব্যর্থ হয়।’ তিনি আরও বলেন, ‘আইনের প্রতি পূর্ণ আস্থাশীল হওয়া প্রচণ্ড গুরুত্বপূর্ণ। একজন পুলিশ নিরপেক্ষ এবং সৎভাবে সেই আইন নিয়ে কাজ করবে এটাই কাম্য।’
উল্লেখ্য, ইতিমধ্যেই দিল্লী সঙ্ঘর্ষে একাধিক অভিযোগ উঠেছে দিল্লী পুলিশের বিরুদ্ধে। সাধারণ মানুষ থেকে বিরোধী মহল, প্রায় সকলেই অভিযোগ করেছেন যে, পরিস্থিতি সামাল দিতে কিছুই করেনি পুলিশ, উল্টে বিক্ষোভকারীদের আরও প্রশ্রয় দিয়েছে। সেই প্রেক্ষিতেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টার এহেন মন্তব্য যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
প্রসঙ্গত, দিল্লীর অগ্নিগর্ভ পরিস্থিতি সামাল দিতে দাঙ্গার ৩ দিনের মাথায় আসরে নেমেছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। সিলামপুর থেকে শুরু করে রাজধানীর যেই এলাকাগুলিতে সঙ্ঘর্ষ হয়েছিল, সেই জায়গাগুলিতে গিয়ে পরিস্থিতি সরেজমিনে দেখে আসেন ডোভাল। তারপর এলাকা পরিদর্শনের পরই এই দাঙ্গা নিয়ে একটি রিপোর্ট তৈরি করেন তিনি।