চীনের ইউহান শহরেই প্রথম করোনা ভাইরাসের সন্ধান পাওয়া যায়। তারপর এই মারণ ভাইরাস ভয়াবহ রূপ নেয়। শুধু চীন নয় গোটা বিশ্ব এখন করোনা আতঙ্কে ভীত। কিন্তু কলকাতার বড়বাজারে এলে কে বলবে বাঙালি ভয়ে মরছে করোনার আতঙ্কে! কার্যত করোনা আতঙ্ককে দূরে ঠেলে বাঙালি, অবাঙালি সবাই শুরু করে দিয়েছে দোলের কেনাকাটা। আর সেই কেনাকাটার একটা বড় অংশ জুড়ে থাকছে চীনা আবির, চীনা রঙ আর চিনা পিচকারি। ছোট থেকে বড় সবাই মজে এই সব চীনা পণ্যে।
শুধু বড়বাজারই না গড়িয়াহাট, হাতিবাগান, মানিকতলা, গড়িয়া, বেহালা সব জায়গাতেই দাপিয়ে বেড়াচ্ছে চিন থেকে আসা দোল খেলার হরেক সরঞ্জাম। কার্যত গোটা বড়বাজার জুড়ে দাপট দেখাচ্ছে চীনে তৈরি হরেক কিসিমের রঙ, আবির, পিচকারি, বেলুন, টুপি আর মুখোশ। দামও বেশ নানা রকমের। ৩০ টাকার জিনিসও পাবেন আবার ৩০০ টাকার জিনিসও পাবেন।
বাজারে গিয়ে দেখা গেল দেদার বিকোচ্ছে চীনে তৈরি হাইস্পিড ওয়াটার গান। তখন কে বলবে যে দেশ থেকে এই পিচকারি এসেছে সেখানেই এখন সবাই কাঁপছে করোনার ভয়ে।