নির্ভয়ার চার দোষীর নতুন ফাঁসির দিন ধার্য করল পাতিয়ালা হাউস কোর্ট। আগামী ২০ মার্চ সকাল সাড়ে পাঁচটায় তাদের ফাঁসিতে ঝোলানোর নিদান দিলেন বিচারক। এ নিয়ে চতুর্থবার মৃত্যু ফাঁসির পরোয়ানা জারি হল। আইনজীবী মহল সূত্রে খবর, চারজনের কারোরই কোনও আইনি সহায়তা পাওয়ার রাস্তা আর খোলা নেই। ফলে ২০ মার্চ চারজনের ফাঁসি হতে কোনও বাধা থাকল না। ইতিপূর্বে ৩ মার্চ চারজনের ফাঁসি হওয়ার কথা থাকলেও আইনি জটিলতায় তা পিছিয়ে যায়। আদালতের রায়ে ক্ষুব্ধ নির্ভয়ার চার দোষীর আইনজীবী এ পি সিং। তিনি ফের একবার আইনি লড়াই করার হুঁশিয়ারি দিয়েছেন। এমনকী নির্ভয়ার পরিবারকে কুৎসিত কটাক্ষ করেন তিনি। এদিকে রায়ে খুশি নির্ভয়ার পরিবার।
এর আগে ২ মার্চ নির্ভয়ার খুনিদের ফাঁসির উপর স্থগিতাদেশ দেয় দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট। ফলে মঙ্গলবার ৩ মার্চ নির্ভয়া কাণ্ডে চার ধর্ষকদের সাজা পিছিয়ে যায়। এবার টানা তিন বার ফাঁসির সাজা ঘোষণার পর তা রদ হয়ে যাওয়ার পর ফের একবার নির্ভয়ার খুনিদের ফাঁসির সাজার দিন ঘোষণা করল আদালত।
২ মার্চ ফাঁসি স্থগিতাদেশের আর্জি খারিজ করতে গিয়ে আসামি পবন গুপ্তার আইনজীবী এ.পি সিং’কে একহাত নেয় আদালত। তাঁকে তীব্র কটাক্ষ করে আদালত বলে, “আপনারা আগুন নিয়ে খেলছেন। আপনাদের আরও সতর্কও হওয়া উচিত। একটা ভুল সিদ্ধান্ত, আর আপনারা জানেন তার পরিণাম কী।” অন্যদিকে আদালতের সিদ্ধান্তের পর নির্ভয়ার পরিবারও হতাশ হয়ে পড়ে। আদালতের সময় নষ্ট করা হচ্ছে বলে অভিযোগ করেন নির্ভয়ার মা।
প্রসঙ্গত, এর পরপর দু’বার ফাঁসির সাজার দিন ঘোষণা হলেও পরে তা পিছিয়ে যাওয়ায় শেষমেশ ৩ মার্চ নতুন করে ফাঁসির নির্দেশ দিয়েছিল আদালত। সেই দিনও পিছিয়ে দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে কিউরেটিভ পিটিশন দাখিল করে দোষী পবন গুপ্তা। প্রাণদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন করার আবেদন জানিয়েছিল পবন। শীর্ষ আদালত পবনের সেই আবেদন খারিজ করে দেয়। পরে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও পবনের আবেদন খারিজ করে দেন।
এদিন রায় ঘোষণার পরই ক্ষোভে ফেটে পড়েন চার দোষীর আইনজীবী এ পি সিং। তাঁর কথায়, “ইতিপূর্বে চার দোষীর বিরুদ্ধে চারবার মৃত্যু পরোয়ানা জারি করে চারবার তাদের হত্যা করা হয়েছে। আর কতবার মারা হবে?” একইসঙ্গে তিনি নির্ভয়ার পরিবারের বিরুদ্ধেও কুৎসিত আক্রমণ করেন। এ পি সিং-এর কথায়, “আর কত টাকা পেলে চার দোষীর ফাঁসির দাবি থেকে সরে আসবে নির্ভয়ার পরিবার?” তবে তিনি আইনি লড়াই চালিয়ে যাবেন বলেই জানিয়েছেন।