ফের ব্যস্ত সময়ে মেট্রোয় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা তরুণীর। বৃহস্পতিবার সকালে গীতাঞ্জলি মেট্রো স্টেশনের ডাউন লাইনে ঝাঁপ দেন তিনি। মেট্রো কর্তৃপক্ষের তৎপরতায় ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে তাঁকে। তবে এই ঘটনার জেরে বেশ কিছুক্ষণ ব্যাহত হয় মেট্রো পরিষেবা। প্রবল ভোগান্তির শিকার হন যাত্রীরা।
বৃহস্পতিবার সকাল ১০.৩৫-এ গীতিঞ্জলি স্টেশনের ডাউন লাইনে আসা মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ২৫ বছরের এক যুবতী। ২-৩ মিনিটের মধ্যেই তত্পরতার সঙ্গে তাঁকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। আধিকারিকরা জানিয়েছেন, মেয়েটি সুস্থ আছেন।
এদিনের ঘটনার বেশ কিছুক্ষণের জন্য আংশিকভাবে ব্যাহত হয় মেট্রো পরিষেবা। মহানায়ক উত্তম কুমার থেকে কবি সুভাষ পর্যন্ত আপ ও ডাউন লাইনে বন্ধ রাখা হয় মেট্রো চলাচল। তবে কিছুক্ষণের মধ্যে স্বাভাবিক হয় পরিস্থিতি। অফিস টাইমে মেট্রোয় পরিষবা বন্ধ থাকায় নাজেহাল হতে হয় যাত্রীদের। ক্ষোভে ফেটে পড়েন অনেকেই। যাত্রী নিরাপত্তায় মেট্রোর ভূমিকা নিয়েও ওঠে প্রশ্ন। এ প্রসঙ্গে কথা বলা হলে মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে গিয়েছে।