পুরুলিয়ায় সিধো কানহো বিরসা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানের একদিন আগে অর্থাৎ বুধবার তিন স্বাধীনতা সংগ্রামীর সিধো কানহো বিরসার পূর্ণাবয়ব মূর্তি স্থাপন অনুষ্ঠানে এসেছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এই অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় সাম্প্রতিক হিংসা হানাহানির জন্যে মোদীকে তীব্র কটাক্ষ করলেন পার্থ। শিক্ষামন্ত্রীর বক্তব্য, রক্তের হোলি খেলেছেন মোদী।
করোনা ভাইরাসের প্রকোপ থেকে মুক্তি পেতে এবার হোলি খেলবেন না মোদী। এই প্রসঙ্গে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ বলেন, ‘উনি রক্তের হোলি খেলেছেন।’ শিক্ষামন্ত্রী বলেন, ‘উনি আতঙ্কে হোলিতে অংশ নিচ্ছেন না। এটা লজ্জার। অথচ দিল্লীতে গণহত্যা সংগঠিত করে লজ্জা পেলেন না। দেশের এই পরিস্থিতি নিয়ন্ত্রণে কী ব্যবস্থা নিয়েছিলেন সেটাও বলুন দেশবাসীকে। আর রং খেলবেন না বলেছেন। রং অনেক আগে থেকে তাঁর না খেলাই উচিত।’ দিল্লীর ঘটনায় সারা ভারতবাসী এমনকী বিশ্ববাসীর কাছে লজ্জায় মাথা হেঁট হয়েছে।
এদিনের এই অনুষ্ঠান প্রসঙ্গে পার্থ বলেন ‘আমি বারবার আসব বলেও আসতে পারিনি। এবার এসে ভাল লাগছে।’ এদিন বিশ্ববিদ্যালয়ের একটি জার্নাল ও ২০১০–২০২০ পর্যন্ত কর্মকাণ্ডের ডকুমেন্টরির উদ্বোধন করেন। এই বিশ্ববিদ্যালয় যাঁদের নামে, তাঁদের কোনও মূর্তি ছিল না। সেই মূর্তি এদিন উদ্বোধন করে মন্ত্রী বলেন, ‘ছাত্র–ছাত্রীরা চাইছিলেন তিন বীর যোদ্ধার মূর্তি। আমি আজকের অনুষ্ঠানে থাকতে পেরে গর্বিত।’ বিশ্ববিদ্যালয়ের ছৌ দলের নৃত্য দেখে প্রশংসা করেন তিনি।