মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে হরমনপ্রীতদের লড়তে হবে ইংল্যান্ডের বিরুদ্ধে। তিনটি জয়ের পাশাপাশি এ বারের বিশ্বকাপে একটি ম্যাচে হেরেছে ইংল্যান্ড। পাশাপাশি এ বারের বিশ্বকাপে এখনও পর্যন্ত অপরাজিত ভারত। চারটি ম্যাচে চারটিতেই জিতেছে তারা।
বৃহস্পতিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ভারত মুখোমুখি হবে ইংল্যান্ডের। ঠিক ২০১৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো। বৃহস্পতিবারই দ্বিতীয় সেমিফাইনালে চার বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
এ বার ভারতীয় দলের ফাইনালে যাওয়ার প্রবল সম্ভাবনা আছে বলে মনে করছেন প্রাক্তন অস্ট্রেলীয় পেসার ব্রেট লি। তিনি জানান, “ভারত এর আগে কখনও ফাইনালে ওঠেনি ঠিকই, তবে এই ভারতীয় দলকে অন্য রকম মনে হচ্ছে। এ বারের ভারতীয় দলে শেফালি বর্মা এবং পুনম যাদবের মতো ম্যাচ জেতানোর ক্ষমতা রাখা ক্রিকেটারেরা রয়েছে। তা ছাড়া ব্যাট এবং বল হাতেও ধারাবাহিক ভাবে পারফর্ম করে যাচ্ছে ভারতের মেয়েরা”।
আবহাওয়ার পূর্বাভাস, বৃহস্পতিবার সারাদিনই সিডনিতে বৃষ্টি হতে পারে৷ সেমিফাইনালের যেহেতু কোনো রিজার্ভ ডে নেই তাই খেলা ভেস্তে গেলে ভারত একটা বলও না খেলে ফাইনালে উঠে যাবে।
