করোনা আতঙ্কে রীতিমত জেরবার সবাই। চীন থেকে ভারত হয়ে এই মারণরোগ ক্রমশ ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে। ভারতেও এই রোগ বেশ ভালই প্রভাব বিস্তার করেছে। আর এরমধ্যেই সোয়াইন ফ্লু নিয়েও গত কয়েকদিন ধরে আতঙ্ক ছড়িয়েছে ভারতে। ইতিমধ্যেই এর জেরে উত্তরপ্রদেশে এখনও পর্যন্ত মোট ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু মেরঠেই প্রাণ হারিয়েছে ৮ জন। এর ফলে স্থানীয়দের মধ্যে প্রবল আতঙ্কের সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মানুষকে অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ফ্লু কোনও রোগ নয় বলেই দাবি করলেন তিনি।
এই প্রসঙ্গে তিনি বলেন, ‘মূলত আবহাওয়া বদলের ফলেই মানুষের ঠান্ডা লাগে। সর্দিকাশি হয়। সোয়াইন ফ্লু’র ফলে মেরঠে কয়েকজনের মৃত্যু হয়েছে বলে জানতে পারলাম। কিন্তু, ফ্লু কোনও রোগ নয়। আবহাওয়ার পরিবর্তনের ফলে কারও কারও ঠান্ডা লাগে। তার থেকেও বেশি কিছু হলে আমরা কখনও সোয়াইন ফ্লু আবার কখনও বার্ড ফ্লু’র নাম দিই।’
যেকোনও রোগের সংক্রমণ ঠেকাতে সাধারণ মানুষকে সচেতন করার উপরেই সবচেয়ে জোর দেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। বলেন, ‘রোগ ছড়ালেও অযথা আতঙ্কিত হবেন না। স্বাস্থ্য দফতর বরং আগে থেকে তৈরি থাকুক অ্যাকশন প্ল্যান বানিয়ে। হাসপাতালগুলিকেও আগে থেকে বিশেষ ওয়ার্ড বানিয়ে সবাইকে সাবধান ও সজাগ করা উচিত। যাতে রোগ না ছড়ায়।’