দশ বছরের উন্নয়নের দীর্ঘ খতিয়ান এবং পুরবোর্ডের সাফল্য তুলে ধরে ওয়ার্ড পিছু পৃথক পুস্তিকা প্রকাশ করছে কলকাতা পুরসভা। যে বইয়ে দশ বছর আগে ওয়ার্ডের বিভিন্ন মহল্লার কি বেহাল অবস্থা ছিল আর এখন কি কি উন্নয়ন হয়েছে তার বিস্তারিত তথ্য থাকছে।
এই পুস্তিকা প্রকাশ নিয়ে পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের বক্তব্য, অনেক কাজ আছে যা সরাসরি সবার চোখে পড়ছে না সেই তথ্য ভোটারকে জানাতে বাড়ি বাড়ি এই বই পৌঁছে দেওয়া হবে। আবার অনেক উন্নয়ন মূলক প্রকল্প আছে যা আগে সম্পূর্ণ হয়েছে তাকেও আবার সামনে আনতে হবে। অনেক মানুষ আবার জানেন না, তার ওয়ার্ডে কি কি পরিষেবা পাওয়া যায়, এই সমস্ত তথ্যই থাকছে ওই বইতে।
ফিরহাদ আরও জানিয়েছেন, গত দশ বছরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ এবং পরামর্শে যে উন্নয়ন হয়েছে কলকাতায় তা তুলে ধরেই প্রচারে নামবে তৃণমূল।
পুস্তিকা প্রচারে এবার বিশেষ গুরুত্ব দিচ্ছে তৃণমূল। কারণ এখনও একটা বড় অংশের নাগরিক আছেন যারা হাতে একটি রঙিন পুস্তিকায় নিজেদের ওয়ার্ডের উন্নয়ন খতিয়ান দেখতে পেলে খুশি হন। তাই এই পুস্তিকাকে হাতিয়ার করেই পুরভোটে লড়তে চাইছে তৃণমূল।