নাগরিকত্ব সংশোধনী আইনকে কেন্দ্র করে গত ৬ দিনে যেভাবে আগুন জ্বলেছিল দিল্লীতে, তার জেরে ঝরে গিয়েছে ৪৬টি তাজা প্রাণ। তালিকায় পুলিশ থেকে শুরু করে রয়েছেন আইবি অফিসারও। তবে গত দু’দিনে সে আগুন নিভে এলেও ক্ষত এখনও দগদগে। এই আবহের মাঝেই বুধবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানান, এ বছর আসন্ন হোলি উৎসব পালন করবেন না তিনি।
কেজরি আরও বলেন, শুধু তিনি নন, দিল্লীতে ভয়াবহ সাম্প্রদায়িক হিংসার জেরে যত রক্ত ঝরেছে তার শোকে হোলি উৎসবে অংশ নেবেন না তাঁর দলের বিধায়করাও।
অরবিন্দ স্পষ্ট বলেছেন, রঙের উৎসবে আবার মাতছেন না তিনি। কারণ অবশ্য করোনা ভাইরাসের ভয় নয়, সাম্প্রতিক দিল্লী সংঘর্ষে যে ৪৬ প্রাণ ঝরে গিয়েছে সেই শোকের আবহে উৎসব বড় ফিকে। যার জেরে এবার হোলি উৎসব পালন থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে চলেছেন মুখ্যমন্ত্রী।
পাশাপাশি, দিল্লীতে আতঙ্কের রূপ নেওয়া করোনা ভাইরাস প্রসঙ্গেও মুখ খুলে তিনি বলেন, ‘এই মুহূর্তে দিল্লীতে আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে করোনা ভাইরাস। তবে এটা নিয়ে আতঙ্ক ছড়ানো কোনওভাবেই উচিত নয়। সরকার সবরকমভাবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে করোনা টেস্টের জন্য দিল্লিতে লেডি হার্ডিং হাসপাতালে একটি ল্যাব তৈরি করা হয়েছে। যে ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত তাঁর সংস্পর্শে আসা ৮৮ জনকে নজরদারির মধ্যে রাখা হয়েছে।