৫ই আগস্ট জম্মু-কাশ্মীরের বিশেষ অধিকার ৩৭০ ধারা বাতিল করবার পর থেকেই ভূস্বর্গের ইন্টারনেট পরিষেবার ডামাডোল অবস্থা। অবশেষে সাত মাস পর জম্মু-কাশ্মীরে সোশাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা উঠল। উপত্যকার পরিস্থিতি পর্যালোচনা করে আজই সোশাল মিডিয়া ব্যবহারের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় স্বরাষ্ট্রমন্ত্রক।
উপত্যকাকে কেন্দ্র শাসিত অঞ্চলে পরিনত করার কথা ঘোষণা করার পর থেকেই ভূস্বর্গের ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। নেট যোগাযোগ বিচ্ছিন্ন করার প্রতিবাদে আদালতে মামলা হয়। তারপর অক্টোবর মাসে পোস্টপেড ফোনের উপর থেকে নিষেধাজ্ঞা উঠলেও, ইন্টারনেট পরিষেবা পুরোপুরি চালু হয়নি। সেই নিয়ে মামলাও দায়ের করা হয়।
চলতি বছর জানুয়ারিতে সেই সম্পর্কিত মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল, ইন্টারনেটের অধিকার এখন মানুষের মৌলিক অধিকারের তাই এই নিষেধাজ্ঞা পর্যালোচনা করে দেখার জন্য জম্মু-কাশ্মীর প্রশাসনকে এক সপ্তাহ সময় দেয় শীর্ষ আদালত।
তার পরেই কিছুটা নমনীয় হয় প্রশাসন। কিন্তু সোশাল মিডিয়ায় সাধারণ মানুষ যাতে কোনও কথা বলতে না পারেন, সেই নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছিল। সাত মাস পর আজ যা প্রত্যাহার করা হল।