২০১৯ সালে ইংল্যান্ডে বিশ্বকাপের সেমি ফাইনালের পর আর তিনি মাঠে নামেননি। তবে এবার অপেক্ষার অবসান মাহি ভক্তদের। জল্পনার অবসান ঘটিয়ে আইপিএল শুরুর অনেক আগেই নিজের ঘরে ফিরে এলেন মহেন্দ্র সিং ধোনি। মার্চের প্রথম দিনেই চেন্নাইতে পৌঁছে গিয়েছেন মাহি।
আইপিএলে নিজের ঘরে রাজকীয় সম্মানে স্বাগত জানান হল এমএসডি-কে। ধোনিকে ঘিরে আবেগ এখনও বর্তমান। চেন্নাই টিম হোটেলে মাহিকে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সব দেখালেন ফ্র্যাঞ্চাইজি কর্তারা।
২৯ মার্চ থেকে শুরু হবে এবারের আইপিএল। তিনবারের চ্যাম্পিয়ন চেন্নাই প্রথম দিনেই মুম্বইয়ের মুখোমুখি হবে।
চেন্নাই ফ্র্যাঞ্চাইজির তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল, ২ মার্চ থেকে দলের অন্য ক্রিকেটারদের সঙ্গে ট্রেনিং সেশন শুরু করবেন ধোনি। তবে চেন্নাইয়ের প্রস্তুতি শিবির শুরু হবে ১৯ মার্চ থেকে। তার আগে সুরেশ রায়না, অম্বাতি রায়াড়ুদের সঙ্গে দুসপ্তাহ ট্রেনিং করবেন ধোনি। তার পর দিন কয়েকের ব্রেক নিয়ে ফের প্রস্তুতি শিবিরে যোগ দেবেন ধোনি।