দিল্লী বিধানসভা নির্বাচনের আগে বিজেপি নেতা অনুরাগ ঠাকুরের ‘গোলি মারো’ স্লোগান নিয়ে কম হইচই হয়নি। এদিকে সেই বিতর্কিত স্লোগান গতকাল শোনা গিয়েছিল খোদ কলকাতা শহরের রাজপথে। অমিত শাহের সভায় আসার পথে বিজেপি কর্মীদের একটি মিছিল থেকে ওই স্লোগানের ভিডিও ভাইরাল হয়ে যায়। সোমবার নিউমার্কেট থানার পুলিশ ফুটেজ দেখে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করে। এই তিনজনের মধ্যে দু’জনকে সাতদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে ব্যাঙ্কশাল আদালত। অন্যদিকে, ধ্রুব বসু নামের এক বিজেপি কর্মীর জামিন মঞ্জুর করেছেন বিচারক।
ধৃতদের বিরুদ্ধে ফৌজদারি দণ্ডবিধির ১৫৩-এ, ৫০৫, ৫০৬ এবং ৩৪ ধারায় মামলা রুজু করে পুলিশ। এদিন তাঁদের আদালতে তোলার সময়ে দেখা যায় বড়বাজার এলাকার বেশকিছু বিজেপি কর্মী ব্যাঙ্কশাল কোর্টের সামনে পৌঁছে গিয়েছেন। গাড়ি থেকে নামার সময়ে ধৃতদের উদ্দেশে ফুল ছুঁড়তেও দেখা যায় বিজেপি কর্মীদের।
গতকালের ওই ঘটনার পর থেকে বিরোধীরা তোপ দাগতে শুরু করে বিজেপির বিরুদ্ধে। সোমবার নেতাজি ইনডোরের সভা থেকে এ নিয়ে তীব্র আক্রমণ শানান তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি বলেন, ‘সবাই মনে রাখবেন এটা দিল্লী নয়, বাংলা। যারা গোলি মারো স্লোগান দিয়েছে, তাঁদের কাউকে ছাড়া হবে না। সবার বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন হবে।’