শুক্রবার কলকাতার শাহিনবাগ পার্ক সার্কাসের ধর্না ৫৩ দিনে পড়ে। আর সেইদিনই সেখানে উপস্থিত হয়ে ‘মোদী অ্যান্ড কোম্পানি’র বিরুদ্ধে আক্রমণ শানালেন খোদ ‘শাহিনবাগের দাদি’ ৯০ বছরের আসমা খাতুন। তাঁর কটাক্ষ, ‘সন্তান হারানোর বেদনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বোঝেন না। নিজের সন্তান থাকলে হয়তো বুঝতেন।’
প্রসঙ্গত, শাহিনবাগে আড়াই মাস ধরে বিক্ষোভ দেখাচ্ছেন কয়েক হাজার মহিলা। আর তা থেকে অনুপ্রাণিত হয়েই দেশের বিভিন্ন শহরে আরও অনেক শাহিনবাগের জন্ম হয়েছে। যেমন পার্ক সার্কাস। শুক্রবার সেখানে উপস্থিত হয়ে সংশোধিত নাগরিকত্ব আইন বিরোধী বিক্ষোভকারীদের শান্তি বজায় রাখতে আহ্বান জানান দিল্লী হিংসার ঘটনায় ব্যথিত আসমা খাতুন।
সংশোধিত নাগরিকত্ব আইন বিরোধী বিক্ষোভকারীদের জমায়েতে তিনি বলেন, ‘আমরা বিরিয়ানির লোভে এক জায়গায় জড়ো হইনি। আমাদের এই ধরনের হিংসায় জড়িয়ে পড়া উচিত নয়। এতে আমাদের আন্দোলন দুর্বল হবে। কোনও প্রভাবই পড়বে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্তান হারানোর বেদনা বোঝেন না। হয়তো ওঁর নিজের সন্তান থাকলে বুঝতেন।’
অমিত শাহর সঙ্গে শাহিনবাগের বিক্ষোভকারীদের বৈঠক প্রসঙ্গে দাদি বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের ২০ জনকে দেখা করতে বলেছেন। কিন্তু, আমি ওঁকে বলতে চাই, আমরা একলক্ষ জন আছি। আপনি যেখানে বলবেন সেখানে দেখা করতে রাজি।’ শাহিনবাগের ‘দাদি’র সঙ্গে গতকাল পার্ক সার্কাসের বিক্ষোভে শামিল হয়েছিলেন গান্ধীজি এবং আম্বেদকরের প্রপৌত্র- যথাক্রমে তুষার গান্ধী ও রাজরত্ন আম্বেদকরও।