আইপিএল-এ নাইট পরিবারে থাকার সুবাদে ইডেনই তাঁর দ্বিতীয় ঘরের মাঠ। সেই অভিজ্ঞতাই কাজে দেবে। শনিবার ইডেনেই বাংলার বিরুদ্ধে রঞ্জি ট্রফির সেমিফাইনাল খেলতে নামবেন প্রসিদ্ধ কৃষ্ণ। ২৩ বছর বয়সি পেসারকে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ হিসেবে দেখছেন বিরাট কোহলিও। বিরাটের এই ঘোষণা এখন অনুপ্রেরণা প্রসিদ্ধের।
বাংলার বিরুদ্ধে রঞ্জি ট্রফির সেমিফাইনাল খেলবেন প্রসিদ্ধ। এ ব্যাপারে তিনি জানান, “ইডেনের বাইশ গজে নতুন বলে বল করার অভিজ্ঞতা ভাল। প্রচুর উইকেটও রয়েছে। রঞ্জি ট্রফির সেমিফাইনালে চেষ্টা করব ধারাবাহিকতা বজায় রেখে একই জায়গায় বল করে যেতে। ভাল জায়গায় বল রাখতে পারলে বাকি কাজ পিচই করে দেবে”৷
বিরাট কোহলির প্রশংসার কথায় প্রসিদ্ধ জানান, “বিরাটের মতো কেউ যদি আমার মতো তরুণ পেসারের কথা বলে, তা হলে ভাল তো লাগবেই। তখন থেকে নিজের প্রতি আরও আস্থা বেড়েছে। আত্মবিশ্বাস দ্বিগুণ হয়ে গিয়েছে। কিন্তু দিনের শেষে মনে রাখতে হবে, ভাল বল করেই একজন ব্যাটসম্যানকে আউট করা যায়। তাই প্রস্তুতির কোনও খামতি রাখতে চাই না”৷