গত ৬ দিন ধরে রাজধানী দিল্লীর যা পরিস্থিতি তাতে আতঙ্ক সর্বত্র। কিন্তু শেষ ২ দিন ধরে ক্রমশ শান্ত হওয়ার পথে দেশের রাজধানী। কিন্তু এরই মধ্যে ফের উস্কানিমূলক স্লোগান উঠল দিল্লীর বুকে! শনিবার শহরের অন্যতম ব্যস্ত এক মেট্রো স্টেশন চত্ত্বরে আবারও স্লোগান উঠল ‘গোলি মারো শালো কো’! সঙ্গে সঙ্গে উত্তেজনা ছড়িয়ে পড়ে সেখানে। তবে পরিস্থিতি বেগতিক হওয়ার আগেই ৬ জনকে আটক করা হয়েছে। একটি ভিডিয়ো সোশ্যাল সাইটে ছড়িয়ে পড়েছে যেখানে দেখা গিয়েছে একদল লোক এই স্লোগান দিচ্ছে। মনে করা হচ্ছে ঘটনাটি রাজীব চক মেট্রো স্টেশনের।
ভিডিয়োতে দেখা যাচ্ছে, সাদা গেঞ্জি এবং গেরুয়া ফেট্টি পড়ে কিছু মানুষ স্লোগান দিচ্ছে ‘দেশ কে গদ্দারো কো, গোলি মারো শালো কো’! এই স্লোগান শোনামাত্রই ফের উত্তেজনার সৃষ্টি হয়। সঙ্গে সঙ্গে দিল্লী মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের তরফে ঘোষণা করা হয়, যারা এই স্লোগান দিচ্ছে তাদের দিল্লী মেট্রো পুলিশের হাতে তুলে দেওয়া হোক। তারাই যা অ্যাকশন নেওয়ার নেবে। সেই প্রেক্ষিতেই আটক করা হয়েছে ৬ জনকে। মেট্রো কর্তৃপক্ষের দাবি, এদিন সকাল ১১টা নাগাদ এই ঘটনা ঘটেছে।
তবে শেষ পাওয়া খবর অনুযায়ী, অনেকটাই স্বাভাবিক পরিস্থিতির পথে উত্তর-পূর্ব দিল্লী। যান চলাচল স্বাভাবিক, খুলেছে বেশ কিছু দোকানও, কাজের জন্য ঘর থেকে বের হচ্ছে মানুষ। রাস্তায় বুলডোজার ও ক্রেন এনে সরানো হচ্ছে ভেঙে দেওয়া পুড়িয়ে দেওয়া বাড়ি ও দোকানের ধ্বংসস্তূপ। পুলিশ সূত্রে খবর, সংঘর্ষে সবথেকে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে শিব বিহার এলাকাটি। সেখানে এখনও লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে আধপোড়া গাড়িগুলি। সেগুলিকে ধীরে ধীরে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
দিল্লী সঙ্ঘর্ষে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৩ জনের। আহত মানুষের সংখ্যা ৩০০রও বেশি। বহু মানুষ এখনও হাসপাতালে চিকিত্সাধীন। হিংসা ছড়ানোর দায়ে ৬৩০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। চলেছে জিজ্ঞাসাবাদ। এফআইআর দায়ের করা হয়েছে ১২৩টি। জানা গিয়েছে, মঙ্গলবার অর্থাৎ সঙ্ঘর্ষের তৃতীয় দিনে উত্তর-পূর্ব দিল্লী থেকে সাহায্য চেয়ে প্রায় ৭৫০০ ফোন এসেছিল দিল্লী পুলিশের কন্ট্রোল রুমে।