দেশের অর্থনীতির হাল খারাপ। একদিকে চাহিদা কম, অন্যদিকে লাগাতার দ্রব্যমূল্য বৃদ্ধি। বিগত কয়েক মাসে আরও নিম্নমুখী অটোমোবাইল থেকে শুরু করে প্রত্যেকটি শিল্পের গ্রাফ। শুক্রবার সন্ধেবেলায় সরকারি পরিসংখ্যান জানায়, চলতি অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে (অক্টোবর–ডিসেম্বর) বিগত সাত বছরে সব থেকে কম দেশের বৃদ্ধির হার। ৪.৭ শতাংশ। একই সঙ্গে কর্মসংস্থান বাড়াতে যে–ক্ষেত্রে উৎপাদন বেশি হওয়া জরুরি, সেই কলকারখানায় উৎপাদন (ম্যানুফ্যাকচারিং) বৃদ্ধি তো দূরের কথা, ফের সঙ্কুচিত হয়েছে। আর এই সব কিছুর জন্যই ফের একবার মোদী সরকারের সমালোচনায় মুখর হলেন রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন।
তাঁর মতে দেশের এই অবস্থার জন্য মোদী সরকারের নীতিই দায়ী। রাজন বলেন, ‘অর্থনীতিতে মন দেওয়ার বদলে এই সরকার রাজনৈতিক ও সামাজিক লক্ষ্য পূরণের দিকে অনেক বেশি নজর দেয়। তাই এই অবস্থা। দুর্ভাগ্যবশত নোট বাতিল এবং ভুল জিএসটি কার্যকর করার জন্যই অর্থনীতির এই বেহাল দশা।’ যদিও একই সঙ্গে রাজনের দাবি, অর্থনীতির প্রধান সমস্যাগুলিতে নজর দিলে ভারতের বৃদ্ধির রথ এখনও ঠিক দিকে ছোটার ক্ষমতা রাখে। তা হলে কেন তার এই দশা? রাজনের জবাব, ‘এটা একটা দুঃখের গল্প। আমার মনে হয়, খুব সাম্প্রতিক কালে এটা রাজনীতি।’