গত সোমবার থেকেই অগ্নিগর্ভ পরিস্থিতি দেশের রাজধানী দিল্লীর। একের পর মসজিদ, দোকান-পাট ভাঙচুর, মানুষ হত্যা, বাসে আগুন লাগিয়ে রীতিমত দাঙ্গার পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেখানে। যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে খোদ রাষ্ট্রপুঞ্জ। এবার উত্তর-পূর্ব দিল্লীর সংঘর্ষ নিয়ে সরব হলেন প্রাক্তন ও বর্তমান ভারতীয় ক্রিকেটারেরা। বীরেন্দ্র সেওয়াগ, যুবরাজ সিংহ, রোহিত শর্মারা টুইট করে আবেদন জানালেন, যা ঘটছে তা হৃদয়বিদারক। যত দ্রুত সম্ভব, ফিরিয়ে আনতে হবে রাজধানীর শান্তি এবং সম্প্রীতি।
গত ৩-৪ দিনের সংঘর্ষে কমপক্ষে ২৪ জন নিহত হয়েছেন। ২০০-র উপরে আহত হয়ে হাসপাতালে ভর্তি। ভয়ঙ্কর এই পরিস্থিতি দেখে এদিনই উদ্বেগ প্রকাশ করেছেন ভারতীয় দলের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সেওয়াগ। তিনি টুইট করেছেন, ‘দিল্লীতে যা হচ্ছে, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। সকলের কাছে আমার আবেদন, শান্ত থেকে দিল্লীতে আবার শান্তি ফিরিয়ে আনতে হবে। যে কোনও ধরনের আঘাত বা ক্ষতি এই মহান দেশের রাজধানীর মুখে কালিমা লেপন করে দিচ্ছে।’ একইরকম আবেদন জানিয়েছেন যুবরাজ সিংহ ও রোহিত শর্মাও।
দিল্লীতে দাঙ্গার ফলে বেশ কয়েকটি স্থানে জারি হয়েছে ‘রেড অ্যালার্ট’। জাফরাবাদ, মৌজপুর, বাবরপুর, যমুনা বিহার, ভজনপুর, চাঁদ বাগ, শিব বিহারের অবস্থা সঙ্কটজনক। প্রাক্তন তারকা যুবরাজ সিংহ যা দেখে টুইট করেন, ‘দিল্লীতে যা ঘটছে, তা হৃদয়বিদারক। সাধারণ মানুষের কাছে অনুরোধ, আপনারা অবিলম্বে দাঙ্গা বন্ধ করুন। শান্তি ও সম্প্রীতি ফিরিয়ে আনা হোক দিল্লীতে। আশা করি, প্রশাসন দ্রুত কোনও উপায় বার করবে এই পরিস্থিতি সামলানোর।’