বর্তমানে অগ্নিগর্ভ দিল্লীর পরিস্থিতি। সেই কারণে উত্তর-পূর্ব দিল্লীতে পিছিয়ে দেওয়া হল বুধবারের সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা।
মঙ্গলবারই বিবৃতি দিয়ে সিবিএসই-র তরফে জানিয়ে দেওয়া হয়, হিংসার কারণে উত্তপ্ত উত্তর-পূর্ব দিল্লীর স্কুলগুলিতে বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা স্থগিত রাখা হচ্ছে। পরিবর্তিত সূচী খুব শিগগিরই জানিয়ে দেওয়া হবে। নাগরিকত্ব আইন নিয়ে হিংসায় অগ্নিগর্ভ পরিস্থিতি উত্তর-পূর্ব দিল্লীর। এই অবস্থায় দ্রুত পরীক্ষার সুচি বদলানোর সিদ্ধান্ত নেওয়ার জন্য বোর্ডকে দিল্লি হাইকোর্ট নির্দেশ দেওয়ার পরই এই ঘোষণা করে সিবিএসই।
বিবৃতিতে জানানো হয়, ‘শিক্ষা দফতরের ও দিল্লী সরকারের অনুরোধের ভিত্তিতে ছাত্রছাত্রী, অভিভাবক ও শিক্ষক-শিক্ষাকর্মীদের অসুবিধের কথা বিবেচনা করে উত্তর-পূর্ব দিল্লীতে ২৬ ফেব্রুয়ারির পরীক্ষা স্থগিত রাখা হচ্ছে।’
এই ঘোষণার আগেই দিল্লীর উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া ঘোষণা করেছিলেন, বুধবার উত্তর-পূর্ব দিল্লির সব স্কুল বন্ধ থাকবে। স্থগিত থাকবে স্কুলের সব অভ্যন্তরীণ পরীক্ষাও।