সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখানো মানেই দেশদ্রোহিতা নয়। কোনও নাগরিকের কোনও আইনে সমস্যা থাকলে, তিনি নিজের অধিকারের দাবিতে বিক্ষোভ দেখাতেই পারেন। শান্তিপূর্ণ বিক্ষোভ দেখালে কাউকে দেশদ্রোহী বলা যায় না। সপ্তাহ দেড়েক আগে এক মামলার রায়ে এমনটাই জানিয়েছিল বম্বে হাই কোর্টের ঔরঙ্গাবাদ বেঞ্চ। এবার সরকার পক্ষের নেতাদের তরফে সরকার বিরোধিতাকে দেশদ্রোহিতা এবং বিভিন্ন সময়ে বিরোধীদের দেশদ্রোহী বলে দেগে দেওয়ার প্রবণতা নিয়ে কড়া মন্তব্য করলেন সুপ্রিম কোর্টের বিচারপতি দীপক গুপ্তা।
সোমবার এক অনুষ্ঠানে তিনি বলেন, সরকার বিরোধিতা বা বিরুদ্ধ মত প্রকাশ করা মানেই দেশদ্রাহিতা নয়। আমলাতন্ত্র, বিচারব্যবস্থা, সেনা বাহিনীর বিরোধিতাকে দেশদ্রোহ বলা যায় না। সমালোচনাকে যদি আমরা চেপে ধরি তাহলে রাষ্ট্র একটা পুলিশ স্টেট হয়ে যাবে। সরকারের কাছে জবাবদিহি দেশের মানুষের অধিকার। গতকাল সুপ্রিম কোর্টের বার কাউন্সিলের আয়োজন একটি বক্তৃতা সভায় ভাষণ দিচ্ছিলেন বিচারপতি গুপ্তা। সেখানেই তিনি ওই কথা বলেন। দেশে ক্রমবর্ধমান দেশদ্রোহের মামলার বিরুদ্ধেও সরব হন তিনি। তাঁর মতে, দেশে সমাজকর্মী, আইনজীবী, ছাত্রের দেশদ্রোহী বলে দেগে দেওয়ার প্রবণতা বাড়ছে। হাল আমলে এমন মামলার সংখ্যা বাড়ছে।