জেলায় জেলায় চলছে বৃষ্টি। দিনভর কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় এই বৃষ্টি চলবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। সৌজন্যে বিহার ঝাড়খণ্ড লাগোয়া ঘূর্ণাবর্ত। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পাহাড়ের জেলাগুলিতে। বিহার ও ওড়িশায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। তবে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে সারাদিন ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
কিন্তু এই ভরা বসন্তে বৃষ্টি কেন? আলিপুর সূত্রের খবর, বিহার ও ঝাড়খণ্ডের উপরে যে ঘূর্ণাবর্ত অবস্থান করছে, তার জেরেই এই বৃষ্টিপাত। পুবালি এবং পশ্চিমী বাতাসের সংঘাতে আরও শক্তিশালী হয়েছে ঘূর্ণাবর্ত। পাশাপাশি বঙ্গোপসাগর থেকে ঢুকছে জোলো বাতাস। এই দু’টি ঘটনার প্রভাবে আগামিকালও পাহাড় থেকে সমতলে চলবে বৃষ্টি। মেঘলা থাকবে আকাশ। মঙ্গল এবং বুধবার এই দুই দিন বর্জ্রবিদ্যুত-সহ বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে আলিপুর।
মূলত ভোররাত থেকেই বৃষ্টি শুরু হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে বেড়েছে বৃষ্টির পরিমাণ। টিপটিপ থেকে ঝিরঝিরে হয়েছে বৃষ্টির ধরন। অফিস যাওয়ার সময় শুরু হয়ে গিয়েছে কলকাতাসহ রাজ্যের প্রত্যেকটি জেলাতেই। ফলে বসন্তের এই বৃষ্টি সাধারণ মানুষকে সমস্যার মধ্যে ফেলবে। আজ দিনভর এই সমস্যা চলবে বলে জানাচ্ছে হাওয়া অফিস।
গত ২৪ ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.১ডিগ্রি সেলসিয়াস এবং মঙ্গলবারের সর্বনিম্ন তাপমাত্রা ১৮.১ ডিগ্রি সেলসিয়াস। এই বৃষ্টিপাতের জেরে গতকালের থেকে কলকাতার তাপমাত্রা কিছুটা কমেছে। সকাল সাড়ে আটটা পর্যন্ত বৃষ্টি হয়েছে ২.০ মিলিমিটার। পরে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। আর্দ্রতার পরিমাণ সর্বনিম্ন ৫১ শতাংশ, সর্বোচ্চ ৯৮ শতাংশ।