অস্ট্রেলিয়ার কাছে মাত্র কিছু দিন আগেই ০-৩ টেস্ট সিরিজ হেরেছিল নিউ জিল্যান্ড। সেই টিমই দুরন্ত ঘুরে দাঁড়াল ভারতের বিপক্ষে। ‘ঘুরে দাঁড়ানো’ শব্দটায় অবশ্য আপত্তি রয়েছে কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসনের। সোয়া তিন দিনে টেস্ট জিতে তাঁর সাফ কথা, ‘আমাদের টিমে ঘুরে দাঁড়ানো শব্দটা আমি ব্যবহার করি না। আমরা শুধু ভালো ফলাফলের কথা ভাবি। কখনও সেটা খারাপ হতেই পারে।’
ভারতকে ১০ উইকেটে হারিয়ে ওঠার দিনও অত্যন্ত সতর্ক থাকছেন কেন উইলিয়ামসন। সতীর্থদের তিনি বলে দিয়েছেন, আত্মতুষ্টির কোনও জায়গা নেই, ভারত কিন্তু এই অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে পারে।
সোমবার ম্যাচের পরে নিউজিল্যান্ড অধিনায়ক বলেছেন, ‘‘আমাদের সামনে চ্যালেঞ্জটা পরিষ্কার। ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্ট ম্যাচেও আমাদের সেরা খেলাটা খেলতে হবে। শুধু, শুধু ভারত টেস্টে এক নম্বর টেস্ট দল হয়নি। বিশ্বের সব জায়গায় সাফল্য পেয়েছে ওরা। এটা আমাদের মাথায় রাখতে হবে।’’
ভারতের দ্বিতীয় ইনিংসে বিধ্বংসী হয়ে উঠেছিলেন টিম সাউদি। পাঁচ উইকেট তুলে নেন তিনি। মোট ন’উইকেট নিয়ে ম্যাচের সেরার পুরস্কারও জিতে নেন সাউদি। বেসিন রিজার্ভে বল সুইং করাতে পেরে খুশি সাউদি। তিনি বলেছেন, ‘‘এই সব পরিস্থিতিতে সুইং বোলারদের সুবিধে হয়। এই মাঠের হাওয়া আমাদের সুবিধে করে দিয়েছে। বোল্টের বাঁ-কাঁধের ওপর দিয়ে আর আমার ডান-কাঁধের ওপর দিয়ে হাওয়া বয়েছে। যাতে লাভ হয়েছে।’’ সাউদি জানিয়েছেন, ঠিক জায়গায় ধারাবাহিক ভাবে বল রেখে যাওয়া তাঁদের কৌশল ছিল এবং যে কৌশলে তাঁরা সফলও। সাউদির কথায়, ‘‘ঠিক জায়গায় বল রাখার পাশাপাশি সুইংও পেয়েছি। যেটা আমায় সাহায্য করেছে।’’
সাউদি স্বীকার করেছেন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ হারাটা তাঁদের বড় ধাক্কা দিয়েছিল। কিন্তু পাশাপাশি এও বলেছেন, ‘‘সেই হার আমরা ভুলে গিয়েছি। আমরা সব সময় সামনে তাকাতে চাই, পিছনে নয়।’’ সাউদি এও বলেন, ‘‘এই ম্যাচটা যেমন। আজ রাতটা আমরা উৎসব করব। তার পরে এই জয়ের কথা ভুলে পরের টেস্টের জন্য তৈরি হব।’’
দ্বিতীয় টেস্টে বিরাট কোহলিরা যে ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা করবে, সেটাও মনে করিয়ে দিয়েছেন কিউয়ি অধিনায়ক, ‘দ্বিতীয় টেস্টে বড় চ্যালেঞ্জের সামনে পড়তে হবে। ভারত বিশ্বের এক নম্বর টিম। গোটা বিশ্ব জুড়েই সাফল্য পেয়েছে। সেখানে আমাদের সেরা খেলটা খেলতে হবে। যেমন আমরা প্রথম টেস্টে খেলেছি। ওরা পাল্টা দিতে চাইবেই।’