মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো বর্ণময় চরিত্র ভারতে এসেছেন, আর ভারতের সংস্কৃতি নিয়ে আলোচনা করবে না সেটা এককথায় অসম্ভব। সোমবার আমেদাবাদে পৃথিবীর বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধন করার পরই ভারতীয়দের উদ্দেশ্যে বার্তা দিতে ওঠেন ট্রাম্প। সেখানে তিনি ভারতের সংস্কৃতি, ক্রীড়া, এমনকী বলিউড নিয়েও প্রশংসায় পঞ্চমুখ হন।
আমেদাবাদ বিমানবন্দরে নামার পর থেকেই তাঁকে যেভাবে আভ্যর্থনা জানানো হয়েছে, তিনি তা সারাজীবন মনে রাখবেন বলে জানান ট্রাম্প। একই সঙ্গে ক্রিকেটের ভগবান শচিন তেন্ডুলকর হন ও বর্তমান অধিনায়ক বিরাট কোহলি, দুই কিংবদন্তির কথাই উল্লেখ করেন। শুধু তাই নয়, বলিউড সিনেমার প্রসঙ্গ টেনে বাদশাহর অন্যতম ছবি ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’-র কথাও উল্লেখ করেন ট্রাম্প।
ডোনাল্ড ট্রাম্প পৃথিবীর বৃহত্তম স্টেডিয়াম উদ্বোধন করে ভারতের ক্রিকেট সংস্কৃতি নিয়ে কথা বলেন। মার্কিন প্রেসিডেন্টের কথায়, এই ক্রিকেটই সচিন টেন্ডুলকর এবং বিরাট কোহলির মতো খেলোয়াড়দের জন্ম দিয়েছে। আবার বলিউডের কথা উঠলে ‘ডিডিএলজে’-র কথাও বলেন তিনি। মঞ্চে কথা বলতে উঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চমুখ হন ট্রাম্প। যেভাবে মোদী একজন চা-ওয়ালা থেকে একজন প্রধানমন্ত্রী হয়ে উঠেছেন তা অভাবনীয় বলে উল্লেখ করেন তিনি।
ট্রাম্প আরও বলেন, যে রাত দিন জেগে দেশের জন্য কাজ করে আমি তাকে আমার সত্যিকারের বন্ধু নরেন্দ্র মোদী নামে চিনি। তার জমানায় ভারতের আয় বেড়েছে ৬ গুণ। ৭০ মিলিয়ন মানুষ গ্যাসের কানেকশন পেয়েছে। তাঁর আমলে সমস্ত গ্রামে গ্রামে বিদ্যুত পৌঁছেছে, মানুষের ঘরে ঘরে পৌঁছেছে ইন্টারনেট। ট্রাম্প বলেন, একজন চা-ওয়ালা দেশকে নেতৃত্ব দিচ্ছে এখন। তাঁর কথায়, ‘আমাদের হৃদয়ে অনেক বড় জায়গা করে রয়েছে ভারত। ৮ হাজার মাইল দূর থেকে আমি ও আমার স্ত্রী ভারতে এসেছি। ভারতের আপ্যায়ন আমরা চিরজীবন মনে রাখব। বিশ্বের মানবতাকে ভরসা দেয় ভারত।’