বালুরঘাটে বড়সড় ধাক্কা খেল বিজেপি। গতকাল তৃণমূলে যোগ দিলেন বিজেপি–র দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি কার্যকরী সম্পাদক মিঠু মোহান্ত সহ জেলা স্তরের ২ নেতা। তাদের সঙ্গে যোগ দেন বিভিন্ন দলের হাজার খানেক কর্মী সমর্থক।
এই অনুষ্ঠানে হাজির ছিলেন দলের কার্যকরী সভাপতি দেবাশিস মজুমদার, বালুরঘাট টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি সুভাষ চাকি–সহ অন্যরা। নতুন দলে যোগ দিয়েই মিঠু মোহান্ত জানান, ‘সিএএ ও এনআরসি নিয়ে বিজেপি যা করছে, তা মেনে নিতে পারছি না। তৃণমূল যেভাবে লড়াই করছে, তার পাশে থাকতে চাই।’
এদিন দুপুরে বালুরঘাট পুরসভার সাহেবকাছারি এলাকার উৎসব ভবনে মিঠু মোহান্ত ও বিজেপি–র শ্রমিক সংগঠনের নেতা শ্যামসুন্দর সাহা–সহ বাম–কংগ্রেস ছেড়ে আসা কর্মীদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অর্পিতা ঘোষ।
তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী অর্পিতা ঘোষ বলেন, “সারা দেশে প্রথম সিএএ ও এনআরসি-র বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে বিজেপি–র বালুরঘাট লোকসভা জয়ের অন্যতম কান্ডারী মিঠু মোহান্ত ও তাঁর দলবল বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন”৷