ভারতের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগেই টুইটারে তিনি বলেছিলেন, ‘অনেকদিন আগেই এই সফরের প্রতিশ্রুতি দিয়েছিলাম। ভারতবাসীর সঙ্গে দেখা করতে মুখিয়ে আছি।’ অবশেষে আজ ভারতে পা রাখলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার সকাল ১১.৪০ মিনিটে আমেদাবাদের মাটি ছোঁয় তাঁর এয়ার ফোর্স ওয়ান বিমান। এরপর সবরমতী আশ্রম ঘুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মোতেরার সর্দার পটেল স্টেডিয়ামে হাজির হন সস্ত্রীক ট্রাম্প। সেখানে তাঁর অভ্যর্থনায় আয়োজন করা হয়েছিল ‘নমস্তে ট্রাম্প’ নামের একটি অনুষ্ঠানের। এদিন সেই মঞ্চ থেকেই পাকিস্তানকে কড়া বার্তা, সন্ত্রাস দমনে ভারতের সঙ্গে যৌথ ভাবে কাজ করার বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট। প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতকে সাহায্যের আশ্বাস থেকে শুরু করে ভারতের শিল্প-সাহিত্য-সংস্কৃতির ভূয়সী প্রশংসা করতেও দেখা যায় তাঁকে।
এদিন গুজরাতের মোতেরায় সর্দার পটেল স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের উদ্দেশ্যে ‘নমস্তে’ বলে নিজের বক্তব্য শুরু করেন ট্রাম্প। ভারতের ভূয়সী প্রশংসা করতে গিয়ে তিনি বলেন, ৮ হাজার মাইল উড়ে বলতে এসেছি, ভারতকে ভালবাসে আমেরিকা। আপনাদের দেশে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় সেনা বাহিনী। প্রায় দুই শতাধিক ভাষায় কথা বলেন এখানকার মানুষ। দিওয়ালি, হোলির মতো রঙিন উৎসব পালন করেন তাঁরা। বহু ক্রিকেটার তৈরি করেছে এই দেশ, তার মধ্যে অন্যতম সচিন তেন্ডুলকর। ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’র মতো সিনেমাও তৈরি হয়েছে এ দেশে। প্রতিভায় পরিপূর্ণ এই দেশ। ভারতের ঐক্য ও সংহতি সারা বিশ্বের কাছে উদাহরণ।
এদিন ট্রাম্প বলেন, পাকিস্তানকে সন্ত্রাস দমনে কড়া ব্যবস্থা নিতেই হবে। তাদের দেশের সন্ত্রাসের ঘাঁটি বন্ধ করতে হবে। তাঁর সাফ কথা, প্রতিটি দেশেরই অধিকার রয়েছে সেই দেশের সীমান্ত রক্ষা করা। আমেরিকা ও ভারতের মধ্য বন্ধুত্ব সব সময়ই খুব ভাল বলে মন্তব্য করে তিনি বলেন, আমরা দুই দেশ মিলে এই এলাকার শান্তি ও সংহতি রক্ষা করব। আগামীকাল ভারতের সঙ্গে ৩ বিলিয়ন মার্কিন ডলারের চুক্তি হবে বলেও জানিয়েছেন তিনি। তাঁর দাবি, এই চুক্তির ফলে ভারতের প্রতিরক্ষা আরও শক্তিশালী হবে। বক্তৃতার শেষে ট্রাম্প বলেন, শুধু এই কথা বলেই শেষ করব, গড ব্লেস ইন্ডিয়া, গড ব্লেস আমেরিকা।