গত বছর ১০ই জুন, সোমবারের রাত। চিকিৎসায় গাফিলতির অভিযোগে এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে শ’দুয়েক লোক নিয়ে চিকিৎসকদের ওপর হামলার অভিযোগ ওঠে এক রোগীর পরিবারের বিরুদ্ধে। এই ‘তাণ্ডবের’ জেরে গুরুতর যখম হন পরিবহ মুখোপাধ্যায় নামে এক জুনিয়র ডাক্তার। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ভর্তি হতে হয় হাসপাতালে। এই ঘটনার পর ডাক্তারদের নিরাপত্তার দাবিতে উত্তাল হয় গোটা রাজ্যের চিকিৎসক মহল। কর্মবিরতির ডাক দিয়ে এনআরএসে জোরদার আন্দোলন শুরু করেন জুনিয়র ডাক্তাররা। এমনকি গোটা একদিন দেশজুড়ে থমকে গিয়েছিল আউটডোরে চিকিৎসা ব্যবস্থা। অবশেষে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের নবান্নে বৈঠকে ডেকে ‘লক্ষ্মী ছেলে’ সম্বোধন করে বুঝিয়ে সুঝিয়ে শান্ত করেন তিনি। সরকারের তরফ থেকে দেওয়া হয় চিকিৎসকদের নিরাপত্তা এবং ডাঃ পরিবহ মুখোপাধ্যাযয়ের আক্রান্ত হওয়ার ঘটনায় কড়া পদক্ষেপের আশ্বাস। যদিও তারপর আট মাস অতিক্রান্ত হয়ে গেলেও সেই পুলিশি তদন্তে সাহায্যে করতে আর একজন চিকিৎসকও এগিয়ে আসেননি বলে অভিযোগ। ফলে থমকে গিয়েছে তদন্তের গতি।
পুলিশের অভিযোগ, ‘সহযোগিতা’ করছেন না আক্রান্ত তথা মূল অভিযোগকারী চিকিৎসক নিজেই। তাই ঘটনার আট মাস পরেও নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসক পরিবহ মুখোপাধ্যায় নিগ্রহ মামলার চার্জশিটই জমা করতে পারেনি পুলিশ। সম্প্রতি একবালপুরের একটি বেসরকারি হাসপাতালে প্রসূতি মৃত্যুর জেরে চিকিৎসককে মারধরের অভিযোগের প্রেক্ষিতে খোঁজ করায় সামনে এসেছে এই তথ্য। সূত্রের খবর, তদন্তের স্বার্থে চিকিৎসকদের সাহায্য পেতে এ বার আদালতের শরণাপন্ন হওয়ারও ভাবনাচিন্তা করছে কলকাতা পুলিশ।
পুলিশ সূত্রের খবর, গত আট মাসে পরিবহকে বেশ কয়েক বার নোটিস পাঠানো হয়েছে। এই মামলার ক্ষেত্রে অভিযোগকারীর বয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই সময়ে পরিবহ অসুস্থ থাকায় তাঁর সঙ্গে সে ভাবে কথা বলা যায়নি। তবে সুস্থ হয়ে পরিবহ চিকিৎসক হিসেবে কাজে যোগ দিলেও পুলিশের সঙ্গে কথা বলেননি। পুলিশের দাবি, পরিবহকে পাঠানো একটিও নোটিসের উত্তর আসেনি। একই অবস্থা হয়েছে পরিবহ ছাড়াও অন্য চার জন জুনিয়র চিকিৎসককে পাঠানো নোটিসের ক্ষেত্রেও। নিজেদের ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে ওই চার জন দাবি করেছিলেন।
পুলিশ সূত্রের খবর, প্রত্যক্ষদর্শীর বয়ান রেকর্ড করতে ১৬১ নং ধারা অনুযায়ী প্রায় গোটা পাঁচেক চিঠি পাঠানো হয় চিকিৎসকদের। তবুও একবারের জন্যও দেখা মেলেনি কারোর। সেই সময় আন্দোলনের সামনের সারিতে দাঁড়িয়ে নেতৃত্ব দেওয়া জুনিয়র ডাক্তাররাও এখন সাক্ষ্য নিতে নারাজ। এক পুলিশ আধিকারিকের প্রশ্ন, “সেই রাতে ঠিক কী কী হয়েছিল সেটাই যদি কেউ জানাতে না পারেন তাহলে তদন্ত কী করে এগোবে? নিদেনপক্ষে যিনি নিজে আক্রান্ত হলেন তিনি তো অন্তত একবার আসবেন! কেউ যদি তদন্তে সহযোগিতা না করেন তাহলে কী করে হবে?”
পুলিশ সূত্রের দাবি, তদন্ত শুরুর পর আট মাস কেটে গেলেও, চিকিৎসকদের তরফে সহযোগিতা না মেলায় আদালতে চার্জশিট জমা দেওয়ার প্রক্রিয়াও বিলম্ব হচ্ছে। এক পুলিশ আধিকারিক বলেন, “সাক্ষীর অপেক্ষায় তো আর বছরভর তদন্ত আটকে রাখা যায় না, আরও একবার নোটিশ দেওয়া হবে। এবারও কোন সহযোগিতা না পেলে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ করা হবে”। কিন্তু যারা নিজেরাই নিরাপত্তার দবিতে এত কিছু করলেন, পুলিশি তদন্তে সাহায্য করতে এত অনিহা কেন তাঁদের?
চিকিৎসকদের অন্যতম সংগঠন সার্ভিস ডক্টরস ফোরামের সভাপতি ডঃ সজল বিশ্বাস বলেন, “আক্রান্তের তদন্তে সহযোগিতা করা উচিত ছিল। তাঁরা কেনও এমন করলেন খোঁজ নিয়ে দেখতে হবে, এটা মোটেই ঠিক হয়নি, আমি যোগাযোগ করে দেখবো।”যাঁদের পুলিশ নোটিস পাঠিয়েছে তাঁদের এক জন এনআরএস হাসপাতালের জুনিয়র চিকিৎসক ইন্দ্রজিৎ মালিক। তিনি বলেন, ‘‘আমরা পুলিশের সঙ্গে কথা বলতে রাজি নই, এমন ব্যাপার নয়। গত কয়েক মাসে সত্যিই ব্যস্ততার মধ্যে ছিলাম। এ সপ্তাহেই আমরা চার জন পুলিশের সঙ্গে কথা বলব ঠিক করেছি। তবে শুধু চিকিৎসকদের কেন জিজ্ঞাসাবাদ করা হবে, ওই ঘটনার অন্য প্রত্যক্ষদর্শীদের সঙ্গেও পুলিশ কথা বলুক।’’