আগামী ২৪ ফেব্রুয়ারি দু’দিনের ভারত সফরে আসছেন সস্ত্রীক ডোনাল্ড ট্রাম্প। ওই দিনই মাত্র তিন ঘন্টার জন্যে আমেদাবাদে কাটালেও মার্কিন প্রেসিডেন্টকে খুশি করতে কোনও রকম কসুর করছে না তাঁর সরকার। ট্রাম্পকে স্বাগত জানাতে যে ভাবে সাজিয়ে তোলা হচ্ছে আমেদাবাদকে, তার জন্যে আনুমানিক খরচ হচ্ছে প্রায় ১০০ কোটি টাকা। জানা গিয়েছে, তিনি নিজে নির্দেশ দিয়েছেন তাঁর রাজ্যে এই হেভিওয়েট অতিথির আপ্যায়নে যেন কোনও ভাবেই বাজেট বাধা হয়ে না দাঁড়ায়। তবে এত কিছু করার পরেও সেই তিনিই কিনা ব্রাত্য! হ্যাঁ, শত অনুরোধেও ট্রাম্পের চৌহদ্দিতে থাকা মহামান্য ব্যক্তিবর্গের তালিকায় বিজয় রূপানির নাম বাতিল করেছে মার্কিন এজেন্সি। ফলে এত আয়োজনেও মন ভার গুজরাতের মুখ্যমন্ত্রীর।
প্রসঙ্গত, আগামী ২৪ ফেব্রুয়ারি গুজরাতের আমেদাবাদে আসছেন ট্রাম্প। তাঁর সঙ্গে থাকছেন তাঁর স্ত্রী মেলানিয়া ও কন্যা ইভাঙ্কা ট্রাম্প। তবে ট্রাম্প ভারতে পা রাখার পরই তাঁর নিরাপত্তার সমস্ত দায়িত্ব হাতে তুলে নিয়েছে আমেরিকার সুরক্ষাবাহিনী। ইতিমধ্যেই শুরু হয়েছে তোড়জোড়। আমেদাবাদে রোড শো করবেন ট্রাম্প। সেখানে তাঁর সঙ্গে উপস্থিত থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়া রোড শোতে কে থাকবেন, কে থাকবেন না সেটাও ঠিক করছে আমেরিকা। যার জেরেই নিরাপত্তার খাতিরে গুজরাতের মুখ্যমন্ত্রীর নামও বাতিল করেছে তারা। যার জেরে কিছুটা হলেও মনভার রূপানির। একপ্রকার বাধ্য হয়েই এখন ফলের আশা ছেড়ে কেবল কর্মে নজর দিয়েছেন তিনি।