পুনম যাদবের ভেল্কিতে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচেই অস্ট্রেলিয়াকে ১৭ রানে হারাল ভারতের মহিলা ক্রিকেট দল। শুক্রবার টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিল অস্ট্রেলিয়া। শেফালি ভার্মা (২৯), দীপ্তি শর্মা (৪৯) রান পাওয়ায় ভারত ২০ ওভারে করে চার উইকেটে ১৩২ রান। স্মৃতি মান্ধানা করেন মাত্র ১০ রান। অধিনায়ক হরমনপ্রীত কউর ২ রানের বেশি করতে পারেননি।
উইকেট জমে যান বাংলার ক্রিকেটার দীপ্তি। ৪৬ বল খেলে ৩টে চার সহ ৪৯ রানের ধৈর্যশীল ইনিংস খেলেন। এই রকম উইকেটে অভিজ্ঞতা না থাকলে রান করাটাই কঠিন। পরে বল হাতেও যথেষ্ট কৃপণ ছিলেন দীপ্তি। ৪ ওভার বল করে দিয়েছেন মাত্র ১৭ রান।
অবশ্য সবাইকে ছাপিয়ে গিয়েছেন পুনম পাণ্ডে। আগ্রার মেয়ে ১১ বলে নিয়েছেন ৪ উইকেট। চোটের জন্য ত্রিদেশীয় সিরিজে খেলতে পারেননি পুনম। কিন্তু বিশ্বকাপের ঠিক আগে ফিট হয়ে ওঠেন তিনি। আর টিমে ফিরেই অবিশ্বাস্য পারফর্ম করলেন। ৫১ করা অজি ওপেনার অ্যালিসা হিলি তাঁর প্রথম শিকার। র্যাচেল হাইন্স (৬), এলিস পেরি (০), জেস জোনাসেনদের (২) ফিরিয়ে দিয়েছেন পর পর। যার মধ্যে আবার হাইন্স ও পেরির উইকেট নিয়েছিলেন পর পর দু’বলে। তাঁর লেগস্পিনের জাদু সামলাতেই পারছিলেন না অজি ক্রিকেটাররা।
হরমনপ্রীত বলেছেন, ‘আমরা জানতাম, সিডনির পিচে আমরা ভালো খেলবই। ১৪০-এর মতো তুলতে পারলে বোলাররা নিজেদের কাজটা করে ফেলবে। হলও তাই। এই পিচে ব্যাট করা কখনওই সহজ ছিল না। বল হাতে পুনম সামনে থেকে বাকিদের নেতৃত্ব দিয়েছে। দারুণ প্রত্যাবর্তন ওর।’
ম্যাচের সেরা পুনম হিন্দিতে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বলেছেন, ‘আমি চোট সারিয়ে মাঠে ফেরার জন্য পুরো টিমকে কৃতিত্ব দেব। ওই সময়টাতে সবাই আমার পাশে ছিল। তবে এই নিয়ে তৃতীয় বার আমি হ্যাটট্রিক মিস করেছি। আশা করি ভবিষ্যতে আর মিস করব না।’
পুনমের পাশাপাশি বল হাতে সফল শিখা পাণ্ডেও। ৩.৫ ওভার বল করে ১৪ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। ১টি উইকেট রাজেশ্বরী গায়কোয়াড়ের। অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন মেগ ল্যানিং বলেছেন, ‘ভেবেছিলাম, রান তাড়া করে জিতে যাব। কিন্তু ভারতের বোলাররা চমৎকার পারফর্ম করেছে। পিচ অবশ্যই কঠিন ছিল। বল থমকে আসছিল, নীচু হচ্ছিল, লাফাচ্ছিলও। তবে, আমরা কোনও জুটি তৈরি করতে পারিনি। যে কারণে হারতে হল।’