বিখ্যাত গ্রিক ঐতিহাসিক হিরোডোটাস বা হেরোডোটাসের একটা লেখায় বলা হয়েছে, কীভাবে ভারতে পিঁপড়েরা বালি থেকে সোনার খণ্ড তুলে আনছে৷ হেরোডোটাসের এই গল্পের পড়ার পর প্রাচীনকাল থেকেই ঐতিহাসিক ও বিভিন্ন ব্যক্তিরা এর উৎস বা সেই জায়গাটি আবিষ্কারের বহু চেষ্টা করেছে। কিন্তু, তাঁদের সব চেষ্টায় ব্যর্থ হয়েছে৷ পরে ভারতে বেশ কয়েকটি সোনার খনি আবিষ্কার হলেও হেরোডোটাসের বর্ণিত গল্পের মতো কোনও জায়গার খোঁজ পাওয়া যায়নি। তারপরও অবশ্য বন্ধ হয়নি তল্লাশি। দেশের বিভিন্ন জায়গাতেই সোনার সন্ধানে সরকারি বা বেসরকারি উদ্যোগে খনন কার্য চালানো হয়েছে। বেশ কয়েকটি জায়গাতে সাফল্যও মিলেছে। এবার ফের একটি সোনার খনির সন্ধান পাওয়া গেল উত্তরপ্রদেশে।
সোনভদ্র জেলার খনি সংক্রান্ত বিভাগের আধিকারিক কে কে রাই বলেন, ‘সোনভদ্র জেলার সোনাপাহাড়ি এবং হারদি এলাকায় দুটি সোনার খনির সন্ধান পাওয়া গিয়েছে। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তরফে পাওয়া রিপোর্ট অনুযায়ী, সোনাপাহাড়িতে ২ হাজার ৭০০ মিলিয়ন টন ও হারদি এলাকায় ৬৫০ মিলিয়ন সোনা রয়েছে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই সোনার সন্ধানে খনন কার্য চালানো হচ্ছিল উত্তরপ্রদেশের সোনভদ্র জেলার বিভিন্ন এলাকায়। সম্প্রতি সেখানকার দুটি জায়গার মাটির তলায় টন টন সোনার তালের সন্ধান পাওয়া গিয়েছে। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ও উত্তরপ্রদেশ সরকারের ভূতত্ত্ব ও খনি দপ্তর একসাথে এই কাজ করছে।