নির্বাসিত হওয়ার পর মাঠে নেমে ম্যাঞ্চেস্টার সিটি ২-০ হারাল ওয়েস্ট হ্যামকে। উয়েফা নির্বাসিত করেছে এই দলকে। কিন্তু মাঠে নিজেদের দক্ষতা দেখাল ম্যাঞ্চেস্টার সিটি। তবে এতিহাদ স্টেডিয়ামে ১০ হাজার দর্শকাসন খালি ছিল। লিভারপুলের থেকে ২৫ পয়েন্ট পিছিয়ে পড়ায় সিটির সমর্থকেরা হতাশ হয়ে পড়েছেন।
সিটি এগিয়ে যায় ২৯ মিনিটে রদ্রির হেডে করা গোলে। দ্বিতীয়ার্ধে ২-০ করেন দ্য ব্রুইন। এত কম দর্শক এলেও ম্যান সিটি পরিচালক গোষ্ঠী উদ্বিগ্ন নন। তাঁদের আশা, রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে ১০ মার্চ চ্যাম্পিয়ন্স লিগে ফিরতি ম্যাচে গ্যালারি উপচে পড়বে।
দর্শকদের মধ্যে অনেকে এলেন উয়েফা-বিরোধী প্ল্যাকার্ড নিয়ে। যেখানে ইউরোপীয় ফুটবলের নিয়ামক সংস্থাকে ‘মাফিয়া’ পর্যন্ত বলা হল।
উয়েফার নির্বাসন নিয়ে খেলা শুরুর আগে সের্খিয়ো আগুয়েরোদের ম্যানেজার পেপ গুয়ার্দিওলা বলেন, “বরখাস্ত করা না হলে ১০০ ভাগ এই ক্লাবে থাকব। চুক্তি কবে শেষ হচ্ছে, তা ভাবছিই না। যদিও খবরটা প্রথম শোনার পরে ভেঙে পড়েছিলাম। কয়েক ঘণ্টা পরে ধাক্কা সামলে নিই। আমরা সবাই ১০০ ভাগ ক্লাবের সঙ্গে থাকব।’’ আর ম্যাচের পরে তাঁর মন্তব্য, ‘‘সত্য উদ্ঘাটিত হবেই।’’