আইএনটিটিইউসি’র নাম করে তোলাবাজি করায় বর্ধমানের এক নেতার বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করলেন আইএনটিটিইউসি’র রাজ্য সভানেত্রী দোলা সেন। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বর্ধমান জেলা জুড়ে। এনআরসি এবং সিএএ নিয়ে পূর্ব বর্ধমান জেলা আইএনটিটিইউসি’র ডাকা সভায় বক্তব্য রাখতে এসে একথা জানিয়েছেন, রাজ্য সভানেত্রী দোলা সেন। আইএনটিটিইউসি’র অনুমোদন না থাকা এক নেতা চাঁদা তুলছেন বলে তিনি জানার পরই জেলা পুলিশ সুপারকে এব্যাপারে তিনি ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন। তাঁর এই অভিযোগকেই এফআইআর হিসাবে গ্রহণ করারও আবেদন জানিয়েছেন তিনি।
এদিন বক্তব্য রাখতে গিয়ে দোলা সেন বলেন, আপনারাও শ্রমিক নেতৃত্বদের ওপর কড়া নজর রাখুন। তাঁরা কী করছেন খেয়াল রাখুন। তাঁরা মুখে যা বলছেন কাজে তা করছেন কিনা তার ওপর কড়া নজর রাখুন। অভিযুক্ত নেতার নাম না করলেও তাঁর বিরুদ্ধে যে কড়া ব্যবস্থা নেওয়া হবে সে ব্যাপারে এদিন জানিয়েছেন দোলা সেন। সামনেই বর্ধমান পুরসভার ভোট। তার আগে খোদ তৃণমূলের নেতারাই তৃণমূল নেতাদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তোলায় ব্যাপক রাজনৈতিক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
এদিন বক্তব্য রাখতে গিয়ে বর্ধমান শহরের লড়াকু নেতা তথা বর্ধমান পুরসভার প্রাক্তন কাউন্সিলার এবং তৃণমূল জেলা কমিটির সাধারণ সম্পাদক খোকন দাস বলেন, পাপ্পুকে আইএনটিটিইউসি’র দায়িত্ব দেওয়ার আগে যাঁরা দায়িত্বে ছিলেন তাঁরা কেবলমাত্র তোলাবাজিই করে গেছেন। সংগঠনকে বাড়ানোর কোনও চেষ্টাই করেননি। অযোগ্য এই নেতারা শ্রমিকদের স্বার্থও দেখেননি। মালিকপক্ষের সঙ্গে কথা বলেই তাঁরা নিজেদের পকেট ভরিয়েছেন।