নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে নামার আগে আরও একটি রেকর্ডের সামনে বিরাট কোহলি। টেস্টে আর মাত্র ১১ রান হলেই মোট রানে সৌরভ গঙ্গোপাধ্যায়কে টপকে যাবেন তিনি। এই মুহূর্তে ৮৪ টেস্টে কোহালির ব্যাটে এসেছে ৭২০২ রান। গড় ৫৪.৯৭। ইতিমধ্যেই ২৭টি সেঞ্চুরি করে ফেলেছেন তিনি। রয়েছে ২২টি হাফ-সেঞ্চুরিও। এখন টেস্ট ক্রিকেটে ভারতের সপ্তম সর্বাধিক রানসংগ্রহকারী হলেন কোহলি।
ওয়েলিংটন টেস্টে কোহলি যদি দুই ইনিংসে আর ১১ রান করতে পারেন, তা হলে তিনি পেরিয়ে যাবেন সৌরভকে। ১১৩ টেস্টে ৭২১২ রান করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। যার মধ্যে ১৬ সেঞ্চুরি ও ৩৫ হাফ-সেঞ্চুরি রয়েছে। প্রাক্তন অধিনায়ক সৌরভের মোট রান থেকে মাত্র ১০ রান পিছনে রয়েছেন জাতীয় দলের বর্তমান অধিনায়ক কোহলি।
ভারতের হয়ে টেস্টে সবচেয়ে বেশি রান করেছেন শচীন তেন্ডুলকর। ২০০ টেস্টে ১৫৯২১ রান করেছেন তিনি। বিশ্বক্রিকেটেই টেস্টে মোট রানে এক নম্বরে মাস্টার ব্লাস্টার। ভারতীয়দের মধ্যে টেস্টে মোট রানে শচীনের পরে রয়েছেন রাহুল দ্রাবিড়। ১৬৪ টেস্টে কর্নাটকির ব্যাটে এসেছে ১৩২৮৮ রান। সুনীল গাওস্কর (১০১২২ রান), ভিভিএস লক্ষ্মণ (৮৭৮১ রান), বীরেন্দ্র সহবাগ (৮৫৮৬ রান) রয়েছেন পর পর। সৌরভকে টপকে গেলে ভারতীয়দের মধ্যে টেস্টে সর্বাধিক রানের ক্ষেত্রে ষষ্ঠ স্থানে উঠে আসবেন বিরাট কোহলি।